এক্সপ্লোর
Parents-Children Relationship: মা-বাবা সন্তানদের মধ্যে ভেদাভেদ করেন, সারাজীবন রয়ে যায় সেই দাগ, বলছে গবেষণা
Human Psychology: ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/11

মা-বাবার কাছে সব সন্তানই সমান। কেউ প্রিয়, কেউ অপ্রিয় নেই বলেই শুনে আসছি আমরা। কিন্তু উল্টো কথা বলছে বিজ্ঞান। একাধিক সন্তান হলে, মা-বাবার মধ্যে কোনও সন্তান প্রিয়, কেউ অপ্রিয় হতে পারে বলে উঠে এল গবেষণায়।
2/11

একটি বা দু’টি নয়, ২০ হাজার মানুষকে নিয়ে চালানো ৩০টি গবেষণায় মোটামুটি ভাবে একই তথ্য উঠে এসেছে। কোন সন্তান প্রিয় হয়, কোন সন্তান ততটাও প্রিয় হয় না, তা বিশদে ব্যাখ্য়া করেছেন বিজ্ঞানীরা।
Published at : 15 May 2025 08:28 PM (IST)
আরও দেখুন






















