Perseid Meteor Shower: রাতের আকাশে আলোক ঝর্ণা, বেনজির উল্কাপাতের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব
Perseid Meteor Shower 2023: ১৯৯২ সালে শেষবার ধূমকেতু সুইফ্ট-টাটল পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গিয়েছিল। প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়েছিল।
নয়া দিল্লি: রাতের আকাশে এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব। স্কাইওয়াচিং (skywatching) সাইট ইন দ্য স্কাই অনুসারে, চলতি মাসেই রাতের আকাশে উল্কাবৃষ্টির (meteor show) এক বেনজির দৃশ্য দেখতে চলেছে বিশ্ববাসী।
কবে দেখা যাবে?
জ্যোতির্বিজ্ঞান (astrology) মতে, প্রতি বছর জুলাইয়ের মাঝামাঝি থেকে অগাস্টের শেষের দিকে এমন মহাজাগতিক ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এ বছর ১৩ অগাস্ট এই বিরল দৃশ্য দেখতে পাওয়া যাবে। ভাল দৃশ্যপটও পাওয়া যাবে এ বছর। এর কারণ হিসেবে বলা হয়েছে, ওইদিন চাঁদের ঔজ্জ্বল্য কম থাকবে অনেকটা। ১০ শতাংশ আলোকিত থাকবে চাঁদ। ফলে রাত আরও আঁধারময় থাকবে। তাই সেই সময় উল্কাপাত স্পষ্ট দেখা যাবে।
এমন উল্কাপাতের নেপথ্যে কারণ
১৯৯২ সালে শেষবার ধূমকেতু সুইফ্ট-টাটল পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গিয়েছিল। প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়েছিল। উল্কার ধ্বংসাবশেষগুলি পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে বরফ এবং পাথরে পরিণত হয়েছিল। এবারও তেমনই ঘটনা ঘটতে চলেছে। ১১ এবং ১২ অগাস্ট যখন উল্কাবৃষ্টি হবে সেই সময় উল্কার অংশবিশেষ পৃথিবীর দিকে ছুটে আসতে পারে।
দেখা গিয়েছে, যে সময় পৃথিবী থেকে চাঁদের ঔজ্জ্বল্য কম থাকে সেই সময়ই এই উল্কাপাতের হার বেশি ঘটে বলে দাবি। সাম্প্রতিক বছরগুলির মধ্যে ২০১৬-তে উল্কাপাতের হার সবচেয়ে বেশি ছিল। ২০২২ সালে অবশ্য তেমনভাবে উল্কাপাত পরিলক্ষিত হয়নি। তবে ২০২৩ এ ফের সে সুযোগ রয়েছে।
আরও পড়ুন, চাঁদের কক্ষপথে চলছে প্রদক্ষিণ, মাটি ছুঁতে প্রস্তুতি নিচ্ছে চন্দ্রযান-৩
সাধারণ Perseid meteoroid-গুলি প্রায় ২১৪,৩৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে চলে। যেই সময়ই তারা পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত হানতে পারে। বেশিরভাগ পারসিডই ছোট, প্রায় বালির দানার আকারের। প্রায় কোনও টুকরো মাটিতে আঘাত করে না, তবে যদি একটি করে তবে তাকে উল্কা বলা হয়। এই Perseid গুলির উত্তাপ ভয়ঙ্কর, প্রায় ৩ হাজার ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ ১৬৫০ সেলসিয়াস।