Shubhanshu Shukla: মহাকাশে ১৮ দিন কাটিয়ে ফেরার পরে নতুন করে হাঁটা শিখছেন শুভাংশু শুক্ল, প্রকাশ্যে ভিডিয়ো
Shubhanshu Shukla Learns To Walk: শুভাংশু শুক্ল এদিনের ভিডিয়ো পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আমার স্বাস্থ্যের বিষয়ে জানতে চেয়ে এবং আমার দ্রুত আরোগ্য কামনা করে অনেকের বার্তা পেয়েছি আমি।'

সফল মহাকাশ অভিযান থেকে ফিরে পৃথিবীতে এসে ফের নতুন করে হাঁটা শিখছেন শুভাংশু শুক্ল। অ্যাক্সিওম-৪ অভিযানের অংশ হিসেবে ২৫ জুন স্পেসএক্স ড্রাগন মহাকাশযানে চড়ে যে চারজন ক্রু সদস্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন ভারতের শুভাংশু শুক্লও। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় ১৮ দিন কাটার পরে ১৫ জুলাই পৃথিবীর মাটিতে তিনি নিরাপদে ফিরে আসেন। গতকাল মঙ্গলবার ইনস্টাগ্রামে শুভাংশু শুক্ল (Shubhanshu Shukla) একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে তাঁকে দেখা যাচ্ছে নতুন করে হাঁটা শিখতে। আবার পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিতে অভ্যস্ত হতে হচ্ছে তাঁকে। আরও দুজন ব্যক্তি তাঁকে সাহায্য করছেন, দেখা গিয়েছে সেই ভিডিয়ো ক্লিপে।
শুভাংশু শুক্ল এদিনের ভিডিয়ো পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আমার স্বাস্থ্যের বিষয়ে জানতে চেয়ে এবং আমার দ্রুত আরোগ্য কামনা করে অনেকের বার্তা পেয়েছি আমি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। একটি আপডেটও দিতে চাই। মাইক্রোগ্র্যাভিটির অভিজ্ঞতা (Shubhanshu Shukla) অর্জনের সময় আমাদের শরীরে তরল পরিবর্তন, হৃদস্পন্দন ও ভারসাম্য পুনর্বিন্যাস, পেশি হ্রাসের মত কয়েকটি পরিবর্তন ঘটেছিল। এগুলি নতুন পরিবেশের সঙ্গে অভিযোজন। একবার শরীর এর সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছে এবং তারপরে আমরা আবার মাধ্যাকর্ষণে ফিরে আসি। ফলে এই সমন্বয়গুলি আবার ঘটে। যদিও এটি সমস্ত মহাকাশচারীর ক্ষেত্রে ভিন্ন, তবু শরীর শীঘ্রই আমাদের নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়। আর যে গতিতে শরীর খাপ খাইয়ে নেয় তা দেখে আমি নিজেই স্তম্ভিত।’ তিনি আরও লেখেন যে অজানার সন্ধানে গিয়ে আপনি নিজের সম্পর্কে আরও অনেক বেশি কিছু জানতে পারবেন।
Instagram-এ এই পোস্টটি দেখুন
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছিলেন যে শুভাংশু শুক্ল এবং অন্য তিন মহাকাশচারীর চিকিৎসা ও পুনর্ভিযোজন প্রক্রিয়া সম্পূর্ণ করতে ২৩ জুলাই পর্যন্ত তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে। পিটিআই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে জিতেন্দ্র সিং জানান, ‘অ্যাক্সিওম ৪ অভিযানের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মি. শুক্লার (Shubhanshu Shukla) তিন সপ্তাহের অবস্থান ভারতকে মহাকাশ অভিযান পরিচালনার ক্ষেত্রে মূল্যবান দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা এনে দিয়েছে। ভারত নিজস্ব মহাকাশযান তৈরির প্রস্তুতি নিচ্ছে। এই অভিযান দেশকে বৃহত্তর আন্তর্জাতিক সহায়তার জন্য আরও ভাল অবস্থানে নিয়ে এসেছে। সর্বোপরি বিশ্বজুড়ে শুভাংশু শুক্লর এই অভিযান এই বার্তাও পাঠায় যে ভারত এখন মহাকাশ খাতে অনেক পরিণত হয়ে উঠেছে।’























