Mother Dairy Misti Doi : 'সম্পর্কে মিষ্টি স্বাদ'-এর সম্ভার, মাদার ডেয়ারির মিষ্টি দই
মিষ্টি দইকে ঘিরে বাঙালির ঘরে ঘরে মিষ্টি সম্পর্কের ছবিই তুলে ধরা হয়েছে, জানিয়েছেন আবীর চট্টোপাধ্যায়।
কলকাতা : 'মিষ্টি দই'-এর হাত ধরে নতুন 'মিষ্টি' যাত্রার পথশুরু মাথার ডেয়ারির। নয়াদিল্লির প্রখ্যাত ডেয়ারি সংস্থা মাদার ডেয়ারি (Mother Dairy Fruit & Vegetable Pvt. Ltd) সামনে আনল তাদের প্রথম বাংলা বিজ্ঞাপন (first-ever regional mega)। স্থানীয় কোনও ভাষায় বিজ্ঞাপন সংস্থার পক্ষে এই প্রথম। নববর্ষের দিনে সামনে এসেছে। প্রখ্যাত অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee) দেখা যাচ্ছে যে বিজ্ঞাপনে।
যার মাধ্যমে বাংলার ঘরে ঘরে নতুন করে মিষ্টি সম্পর্ক স্থাপনের পথে এগোতে চায় মাদার ডেয়ারি সংস্থা। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে মেয়ে মিষ্টির সঙ্গে মিষ্টি দই (Misthi Doi) ভাগ করে নেওয়ার বাবার মিষ্টি সম্পর্কের এক কোলাজ।
সংস্থার সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে আবীর জানিয়েছেন, 'মাদার ডেয়ারির মতো সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভাল লাগছে। সংস্থার একাধিক প্রোডাক্ট বাংলার মানুষের মনের খুবই কাছে। আর নতুন বিজ্ঞাপনের মাধ্যমে মিষ্টি দইকে ঘিরে বাঙালির ঘরে ঘরে মিষ্টি সম্পর্কের ছবিই তুলে ধরা হয়েছে।'
মাদার ডেয়ারি সংস্থার বিজনেস হেড সঞ্জয় শর্মা জানিয়েছেন, কলকাতা তথা পশ্চিমবঙ্গের গ্রাহক সর্বদা আমাদের সংস্থাকে বাড়তি ভালবাসা দিয়েছেন। আগামী বছরগুলিতে আরও বেশি করে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার লক্ষ্য নিয়েই আমাদের এই প্রয়াস। মিষ্টি দই, আম দই, নলেন গুড়ের আইসক্রিম এখানকার মানুষের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গিয়েছে। মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার রণধীর কুমার জানিয়েছেন, বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে সময় কাটানোর মাঝে সঙ্গী হোক বিভিন্ন মিষ্টি-খাবার। সেই বার্তা দিতেই বাংলায় এই বিজ্ঞাপন।
১৯৭৪ সালে গড়ে ওঠে মাদারি ডেয়ারি। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের অধীনস্থ যে সংস্থা। একাধিক দুগ্ধজাত প্রোডাক্ট তৈরি করে থাকে সংস্থাটি। বর্তমানে দেশে যে সমস্ত সংস্থা দুগ্ধজাত খাদ্যদ্রব্য তৈরি করে তাদের মধ্যে অন্যতম বড় সংস্থা মাদার ডেয়ারি। মাদার ডেয়ারির অধীনে দুধ, দই, পনীর, ঘি, আইসক্রিমের মতো খাদ্যদ্রব্য তৈরি হয়। সংস্থার অন্য অংশ 'ধারা' ভোজ্য তেল তৈরি করে থাকে।