এক্সপ্লোর
Advertisement
কোনও রান না দিয়েই ১০ উইকেট নিয়ে চমক ১৫ বছরের কিশোরের
নয়াদিল্লি: ক্রিকেট মাঠে প্রতিদিনই নিত্যনতুন রেকর্ডের কথা শোনা যায়। কিন্তু এমন একেকটি রেকর্ড রয়েছে, যা চোখ কপালে তুলে দেয়।এমনই এক অতি বিরল কীর্তি গড়ল রাজস্থানের ১৫ বছরের এক বাহাঁতি পেসার। গত বুধবার জয়পুরে স্থানীয় টি ২০ ম্যাচে আকাশ চৌধুরী নামে ওই বোলার কোনও রান না দিয়েই বিপক্ষের দশ ব্যাটসম্যানকেই আউট করেছে।
প্রয়াত ভাওয়ের সিং টি ২০ টুর্নামেন্টে দিশা ক্রিকেট অকাডেমি ও পার্ল অকাডেমির মধ্যে খেলায় এই ঘটনা ঘটে। আকাশ দিশা ক্রিকেট অকাডেমির বোলার। প্রয়াত দাদুর স্মৃতিতে এই টুর্নামেন্ট আয়োজন করেছিলেন স্থানীয় এক মাঠের মালিক।
জানা গেছে, টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পার্ল অকাডেমি। ২০ ওভারে দিশা ক্রিকেট অকাডেমি করে ১৫৬ রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩৫ রানে অল আউট হয়ে যায় পার্ল অকাডেমি। এর পিছনে রয়েছে আকাশের অবিশ্বাস্য বোলিং। প্রথম ওভারে সে দুই উইকেট নেয়। নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারেও দুটি করে উইকেট তুলে নেয় আকাশ। নিজের শেষ তথা চতুর্থ ওভারে হ্যাটট্রিক সহ চারটি উইকেট নেয় সে। তার বোলিং বিশ্লেষণ, ৪-৪-০-১০। ২০০২-এ আকাশের জন্ম রাজস্থান-উত্তরপ্রদেশ সীমানার ভরতপুরে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement