এক্সপ্লোর
Ranji Trophy: তাঁর ঘাতক বোলিংয়ে কুপোকাত রোহিতরা, রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে আগুন ঝরানো উমর ঠিক কে?
Umar Nazir Mir: রাহানে, রোহিত, শিবম দুবে, মুম্বইয়ের তিন তারকা ক্রিকেটার উমর নাজিরের বলেই সাজঘরে ফেরেন।

মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত বোলিংয়ে নজর কাড়লেন উমর (ছবি: পিটিআই)
1/8

তারকাখচিত মুম্বই বনাম জম্মু ও কাশ্মীরের ম্যাচে নিঃসন্দেহে সকলের নজর ছিল রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালদের দিকে।
2/8

তবে রোহিতদের উপস্থিতিতেও প্রচারের আলো কেড়ে নিলেন এক অখ্যাত ফাস্ট বোলার।
3/8

তাঁর বলেই রাহানে, রোহিত, শিবম দুবেরা সাজঘরে ফেরেন। স্বভাবতই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। তবে এই উমর ঠিক কে?
4/8

২০১৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক ঘটিয়েছিলেন ৩১ বছর বয়সি ফাস্ট বোলার উমর।
5/8

প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৭টি ম্যাচে তিনি ১৩৮টি উইকেট নিয়েছেন।
6/8

লিস্ট এ ক্রিকেট তাঁর উইকেটের সংখ্যা ৫৪, আর টি-টোয়েন্টিতে ৩২।
7/8

তিনি ২০১৮-১৯ দেওধর ট্রফিতে ভারতীয় 'সি' দলেরও সদস্য ছিলেন।
8/8

৬ ফুট ৪ ইঞ্চির দীর্ঘকায় ফাস্ট বোলার নিজের গতি এবং সর্বোপরি বাউন্সে মুম্বইয়ের সকল ব্যাটারদেরই বিপাকে ফেলেন। ১১ ওভারে ৪১ রান খরচ করে চার উইকেট নেন উমর। তাঁর ঝাঁঝালো বোলিং পারফরম্যান্সে মাত্র ১২০ রানেই গুটিয়ে যায় গোটা মুম্বই দল। ছবি-পিটিআই
Published at : 23 Jan 2025 05:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
