এক্সপ্লোর
খারাপ আলোর জন্য বন্ধ প্রথম দিনের খেলা, ১৭ রানে ৩ উইকেট হারাল ভারত

কলকাতা: #মাত্র ১১.৫ ওভার খেলার পর খারাপ আলোর জন্য বন্ধ হয়ে গেল প্রথম দিনের খেলা। এখনও পর্যন্ত ১৭ রান করেছে ভারত। তারমধ্যে হারিয়েছে ৩ উইকেট। অধিনায়ক বিরাট কোহলি কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। সুরঙ্গ লাকমলই তিনটি উইকেট দখল করেছেন। ১৩ রানে দ্বিতীয় উইকেটের পতন ভারতের। আউট শিখর ধবন (৮)। তাঁকেও আউট করলেন লাকমল। # ইনিংসের প্রথম বলেই লাকমলের বলে আউট লোকেশ রাহুল। টানা সাতটি ইনিংসে হাফসেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে পারলেন না রাহুল। #ইডেনে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার।
নিম্নচাপের বৃষ্টিতে ইডেনে ভারত ও শ্রীলঙ্কার চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনের খেলা পণ্ড । ফের বৃষ্টি না নামলে ইডেন টেস্ট শুরু হতে পারে প্রথম দিনের দ্বিতীয় সেশনে। বৃষ্টির কারণে টস এখনও হয়নি। ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে মাঠ। ১২.১০-এ মাঠ পরীক্ষা করবেন আম্পায়াররা। এরপর ম্যাচ কখন শুরু হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।#TeamIndia Playing XI for the 1st Test against Sri Lanka #INDvSL pic.twitter.com/sLIdkvsXZx
— BCCI (@BCCI) November 16, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















