শোয়েব মালিক- পাকিস্তানের শোয়েব মালিকের বয়স ৩৫। ২৪৭ টি একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ৬৭১১ রান। ১৫৩ টি উইকেটও পেয়েছেন তিনি।
2/10
এমএস ধোনি- টুর্নামেন্টের সবচেয়ে বয়স্ক ক্রিকেটারদের মধ্যে অন্যতম ভারতেরৃ মহেন্দ্র সিংহ ধোনি। এক দশকেরও বেশি সময় ক্রিকেট বিশ্বে ৩৫ বছরের দাপট অব্যাহত। ২৮৬ ম্যাচে তাঁর ৫১ গড়ে ৯২৭৫ রান করেছেন। সেঞ্চুরি ১০ টি।
মহম্মদ হাফিজ- পাকিস্তানের এই তারকা অলরাউন্ডারের বয়স ৩৬ ২২৭ দিন।পাকিস্তানের হয়ে ১৮৫ একদিনের ম্যাচে ৩২.৭৩ গড়ে ৫৭২৮ রান করেছেন। তাঁর সংগ্রহে রয়েছে ১৩২ উইকেট।
5/10
জিতেন পটেল- নিউজিল্যান্ডের এই তারকা স্পিনার টুর্নামেন্টের সবচেয়ে বয়স্ক ক্রিকেটারদের তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে। ৩৭ বছরের পটেল ৪৩ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছেন। সম্প্রতি প্রথম শ্রেণীর ও লিস্ট এ ক্রিকেটে দারুন পারফর্ম করেছেন তিনি।
6/10
এক নজরে দেখে নেওয়া যাক, টুর্নামেন্টের সবচেয়ে বয়স্ক সাত ক্রিকেটারদের সম্পর্কে
7/10
টুর্নামেন্টের আগে প্রতিযোগী দেশগুলি প্রস্তুতি ম্যাচও খেলেছে। টুর্নামেন্টে এমন বেশ কয়েকজন খেলোয়াড়কে দেখা যাবে ।যাঁদের কাছে বয়স একটা সংখ্যা মাত্র।
8/10
আজ থেকে শুরু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৮ জুন ফাইনাল। মোট ১৮ টি ম্যাচের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোমর বেঁধে নামছে আটটি দল।
9/10
যুবরাজ সিংহ- ভারতের ২০১১-র বিশ্বকাপ জয়ের তারকা যুবরাজ সিংহর বয়সও ৩৫। ২৩৬ ম্যাচে ৩৭ গড়ে ৮৫৩৯ রান করেছেন তিনি। তাঁর দখলে রয়েছে ১১১ টি উইকেটও।
10/10
ইমরান তাহির- সম্প্রতি আইপিএলে হল হাতে ম্যাজিক দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। আইসিসি-র ওয়ানডে ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা তাহিরই টুর্নামেন্টের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার। তাঁর বয়স ৩৮। ৭৫ টি ম্যাচে ১২৭ টি উইকেট দখল করেছেন তিনি। সেরা বোলিং ৪৫ রানে ৭ উইকেট।