শততম ম্যাচে জোড়া গোল ছেত্রীর, কেনিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিল ভারত
মুম্বই: কেরিয়ারের শততম আন্তর্জাতিক ম্যাচ স্মরণীয় হয়ে থাকল ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর। কেনিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতে ইন্টার-কন্টিনেন্টাল কাপের ফাইলনালে পৌঁছে গেল ভারতীয় দল। এর মধ্যে ২টি গোল করে রূপকথার ম্যাচ উপহার দিলেন অধিনায়ক নিজে। ম্যাচের শুরু থেকেই বিপক্ষের গোলে বারবার আক্রমণ শানাচ্ছিল ভারত। কিন্তু, গোলমুখ খুলছিল না। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে সুযোগ কাজে লাগান ছেত্রীরা। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ছেত্রী।
এরপর ৭১ মিনিটে ভারতের ব্যবধান দ্বিগুণ করেন জেজে লালপেখলুয়া। হোলিচরণ নার্জারির ক্রস কেনিয়ার ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে না পারায়, তা চলে যায় জেজে-র কাছে। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি। ডানপায়ের জোরালো শট জালে জড়িয়ে যায়। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন ছেত্রী। বলবন্ত সিংহের মাপা ক্রস নিয়ে মাঝমাঠ দিয়ে দৌড়ে কেনিয়ার গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন ছেত্রী।
আগামী বৃহস্পতিবার, তুলনামূলক শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাউন্ড-রবিন লিগের শেষ ম্যাচ খেলবে ভারত।