এক্সপ্লোর
Advertisement
ডেভিস কাপে স্পেনের বিরুদ্ধে নেই রোহন বোপান্না
নয়াদিল্লি: স্পেনের বিরুদ্ধে ডেভিস কাপ ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফ টাইয়ের আগে ফের ধাক্কা খেল ভারত। চোটের জন্য সরে দাঁড়ালেন দেশের অন্যতম সেরা খেলোয়াড় রোহন বোপান্না। তিনি ইউএস ওপেনে হাঁটুতে চোট পেয়েছিলেন। সেই চোটের কারণেই স্পেনের বিরুদ্ধে খেলতে পারবেন না রোহন। তাঁর বদলে দলে এলেন সুমিত নাগাল। এই প্রথম ডেভিস কাপে খেলবেন সুমিত।
Unfortunately I had to withdraw from the Davis Cup tie against Spain next week in Delhi. Have… https://t.co/xmNlIglIYL
— Rohan Bopanna (@rohanbopanna) September 10, 2016
দিল্লিতে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত নৈশালোকে হবে ভারত-স্পেন টাই। দিনের বদলে সন্ধ্যায় খেলা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। ভারতের নন-প্লেয়িং ক্যাপ্টেন আনন্দ অমৃতরাজ নৈশালোকে খেলা নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁর মতে, এর ফলে স্পেন বাড়তি সুবিধা পাবে। খেলা শুরু হওয়ার কয়েকদিন আগেই ভারত একের পর ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে। ইউকি ভামরি ও সোমদেব দেববর্মণ আগেই চোটের জন্য নাম তুলে নিয়েছিলেন। এবার বোপান্নাও সরে দাঁড়ানোয় ভারতীয় দল যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে।
ভারতের কোচ জিশান আলি বলেছেন, বোপান্নার চোট দুর্ভাগ্যজনক। তবে এটা মেনে নিতে হবে। এই পরিস্থিতিতে লিয়েন্ডার পেজের সঙ্গে ডাবলসে নামতে পারেন ইউএস ওপেনে সিঙ্গলসে খেলা সাকেত মিনেনি। এখনও কম্বিনেশন ঠিক না হলেও, সাকেতকে বসিয়ে রাখা হবে না বলেই জানিয়েছেন জিশান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement