(Source: Poll of Polls)
ABP Exclusive: শুরু থেকেই কলকাতায় কেকেআরের প্রস্তুতি শিবিরে থাকবেন রাসেল-নারাইন, শাকিবদের নিয়ে প্রশ্ন
KKR Exclusive: কলকাতায় চূড়ান্ত প্রস্তুতি শিবিরের শুরু থেকেই থাকছেন দলের দুই সেরা অস্ত্র।১৯ মার্চের মধ্যে বেশিরভাগ ক্রিকেটার কলকাতায় পৌঁছে যাবেন।
সন্দীপ সরকার, কলকাতা: দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPL)। সব দলই নিজেদের মতো করে প্রাথমিক প্রস্তুতি সেরে নিয়েছে। এবার চূড়ান্ত প্রস্তুতির পালা। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের শক্তিতে শেষবারের মতো শান দিয়ে নেওয়ার পর্ব। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) যে প্রস্তুতি শিবির করছে কলকাতায়। আর নাইট শিবিরে খোঁজ নিয়ে যা জানা গেল, তাতে উচ্ছ্বসিত হতে পারেন কেকেআরের ভক্ত-সমর্থকেরা।
কলকাতায় চূড়ান্ত প্রস্তুতি শিবিরের শুরু থেকেই থাকছেন দলের দুই সেরা অস্ত্র। অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell) ও বিস্ময় স্পিনার সুনীল নারাইন (Sunil Narine)।
এর আগে মুম্বইয়ে প্রাথমিক প্রস্তুতি শিবির করেছে কেকেআর। ঠিক যেমন কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে জোড়া প্রস্তুতি শিবির করেছে দিল্লি ক্যাপিটালস। মুম্বইয়ে কেকেআরের প্রস্তুতি শিবিরে ভারতীয় ক্রিকেটারদের অনেকেই যোগ দিয়েছিলেন। তবে টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের দক্ষতা যাচাই করে নেওয়ার জন্য এবার ঘরের মাঠে অনুশীলন সারবেন নাইটরা। কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, মোটামুটিভাবে ঠিক হয়েছে ২০ মার্চ থেকে মাঠে নেমে পড়বেন ক্রিকেটারেরা।
কেকেআর টিম ম্যানেজমেন্টের এক সদস্য এবিপি লাইভকে বলছিলেন, 'টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র ২০ দিন বাকি। এবার দলের কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। নতুন কোচ দলকে নিয়ে দ্রুত চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিতে চান। আমাদের চূড়ান্ত প্রস্তুতি শিবির হবে কলকাতায়। ১৭ মার্চ থেকে ক্রিকেটারেরা কলকাতায় পৌঁছে যেতে শুরু করবে। এখনও পর্যন্ত ঠিক আছে যে, ১৭ থেকে ১৯ মার্চের মধ্যে বেশিরভাগ ক্রিকেটার কলকাতায় পৌঁছে যাবে। তারপরই শুরু হয়ে যাবে মাঠের প্র্যাক্টিস।'
ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আইপিএল শুরুর অনেক আগে থেকেই মাঠে নেমে পড়তে চাইছেন। পরখ করে নিতে চাইছেন তাঁর দলের ক্রিকেটারদের মুন্সিয়ানা। যাতে সেই মতো কৌশল তৈরি করে নিতে পারেন। জানা গেল, ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা - রাসেল ও নারাইন প্রথম দফাতেই কলকাতায় চলে আসছেন। দুজনই শেষ খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। তাঁদের দাপটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছে। ১৬ ফেব্রুয়ারি ছিল বিপিএলের ফাইনাল। তারপর আইপিএলের আগে আর কোনও ক্রিকেট নেই রাসেল-নারাইনদের। আপাতত তাঁরা ছুটি কাটাচ্ছেন। তবে আইপিএলের বেশ কয়েকদিন আগেই কলকাতায় পৌঁছে প্রস্তুতিতে নেমে পড়বেন।
বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান, লিটন দাস বা নিউজিল্যান্ডের লকি ফার্গুসনরা অবশ্য শুরুর দিকে আসছেন না। এমনকী, জাতীয় দলের খেলা থাকায় শুরুর দিকে তাঁদের পাওয়া যাবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়। তবে কলকাতায় প্রস্তুতি শিবিরের শুরু থেকেই থাকবেন বেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিংহ, বরুণ চক্রবর্তীরা।
সিএবি থেকে বলা হচ্ছে, সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রস্তুতি শিবির করবে কেকেআর। যদিও নাইট টিম ম্যানেজমেন্ট ইডেনেই প্রস্তুতি সারতে চাইছে। কেকেআর শিবিরের একজন বলছিলেন, 'প্রায় তিন বছর পর এবার ইডেনে খেলার সুযোগ পাব আমরা। তার আগে ইডেনেই প্রস্তুতি শিবির সারতে চাই।'
টুর্নামেন্টের দ্বিতীয় দিন, ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কেকেআর। চণ্ডীগড় উড়ে যাওয়ার আগে কলকাতায় দিন সাতেকের প্রস্তুতি শিবিরেই টুর্নামেন্টের নীল নকশা সাজিয়ে ফেলতে চাইছে শাহরুখ খান-জুহি চাওলার দল।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ভাল শুরু ভারতের, বড় ইনিংস গড়তে ভরসা রোহিত-গিল