Syed Mushtaq Ali Trophy: ঋদ্ধি চার নম্বরে, ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ৬ বোলার নিয়ে নামছে বাংলা
Bengal Cricket team: তিনি নিজে টি-টোয়েন্টিতে ইনিংস ওপেন করতে পছন্দ করেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটের টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঋদ্ধিমান সাহাকে ওপেনার হিসাবে ভাবছে না বাংলা।
কলকাতা: তিনি নিজে টি-টোয়েন্টিতে ইনিংস ওপেন করতে পছন্দ করেন। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়েও বেশিরভাগ ম্যাচে ওপেন করেছেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটের টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) ওপেনার হিসাবে ভাবছে না বাংলা। তাঁকে ব্যাটিং অর্ডারের চার নম্বরে ধরেই বৃহস্পতিবার ছত্তীশগঢ়ের বিরুদ্ধে প্রথম ম্যাচের নকশা তৈরি করছে বাংলা।
গুয়াহাটিতে বাংলা শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, ঋদ্ধিমান সাহাকে মিডল অর্ডারে ভাবা হচ্ছে। সম্ভবত চার নম্বরে ব্যাট করবেন তিনি। ইনিংস ওপেন করবেন অভিষেক দাস ও সুদীপ চট্টোপাধ্যায়। তিনে নামতে পারেন কর্ণ লাল। তারপর চারে ঋদ্ধিমান।
তবে ছত্তীশগঢ়ের বিরুদ্ধে আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নিয়েই নামবে বাংলা। ৬ বোলার নিয়ে খেলতে পারে। তিনজন পেসার ও তিনজন স্পিনার। সঙ্গে ৫ ব্যাটার। বাংলা শিবিরের মনে হচ্ছে, ম্যাচ জিততে গেলে প্রতিপক্ষ ব্যাটিংকে ধাক্কা দেওয়া ও উইকেট তোলা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে।
বাংলার নেতৃত্বে ফিরেছেন সুদীপ চট্টোপাধ্যায়। এক সময় যাঁকে অনেকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটের জন্য খুব একটা মানানসই ক্রিকেটার বলে মনে করতেন না। খারাপ ফর্মের জন্য বাংলা দল থেকে বাদও পড়েছিলেন। কিন্তু বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ব্যারাকপুর ব্যাশার্সের হয়ে দুরন্ত পারফর্ম করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন সুদীপ। গুয়াহাটি থেকে মোবাইল ফোনে এবিপি আনন্দকে সুদীপ বললেন, 'আমি কখনওই নিজেকে বিশেষ কোনও ফর্ম্যাটের ক্রিকেটার মনে করিনি। সব ফর্ম্যাটেই রান করেছি। বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতেও রান করেছি। মাঝে রান পাচ্ছিলাম না। খারাপ সময় যাচ্ছিল। তবে বাংলার অধিনায়ক হিসাবে আমি আত্মবিশ্বাসী। আশা করছি ভাল ক্রিকেট খেলব।' সুদীপ যোগ করলেন, 'আমাদের প্রস্তুতি খুব ভাল হয়েছে। বিজয়ওয়াড়া ও কলকাতায় অনেকগুলো প্রস্তুতি ম্যাচ খেলেছি।'
আরও পড়ুন: সকাল সাড়ে আটটায় টি-টোয়েন্টি ম্যাচ শুরু! প্রশ্ন তুললেন অরুণ লাল
ঋদ্ধিমান সাহার পাশাপাশি বাংলা এই টুর্নামেন্টে পাচ্ছে ঈশান পড়েল ও শাহবাজ আমেদকে। যাঁরা সদ্য আইপিএল খেলে ফিরেছেন। সুদীপ বলছেন, 'ওদের পাওয়ায় আমাদের দলে ভারসাম্য বেড়েছে। ওরা ভাল ক্রিকেটার। আশা করছি আমরা ভাল ক্রিকেট খেলতে পারব।'
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে: বাংলা বনাম ছত্তীসগঢ়, গুয়াহাটি, সকাল ৮.৩০