![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
AFC Cup 2022 : বাগানের 'বসুন্ধরা' বিজয়
ATK Mohun Bagan : বাগানের বসুন্ধরা বিজয়ের মূল কারিগর লিস্টন কোলাসো (Liston Coalco)। গোয়ান এই ফুটবলার করলেন হ্যাটট্রিক। আর একটি গোল ডেভিড উইলিয়ামসের (David Williams)।
![AFC Cup 2022 : বাগানের 'বসুন্ধরা' বিজয় AFC Cup 2022: Liston Colaco hits hattrick as ATK Mohun Bagan thrash Bashundhara King AFC Cup 2022 : বাগানের 'বসুন্ধরা' বিজয়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/21/c7e3bb42a9f4e03c80bf225c66229ec4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : কলকাতা সহ রাজ্যজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির রেশ যেন সবুজ-মেরুনের ফুটবলেও। যুবভারতী স্টেডিয়ামে সাক্ষী থাকল গোল-বৃষ্টির। এএফসি কাপের (AFC Cup 2022) বাংলাদেশে বসুন্ধরা কিংসকে (Bashundhara Kings) ৪-০ গোলে দুরমুশ করল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বাগানের বসুন্ধরা বিজয়ের মূল কারিগর লিস্টন কোলাসো (Liston Coalco)। গোয়ান এই ফুটবলার করলেন হ্যাটট্রিক। আর একটি গোল ডেভিড উইলিয়ামসের (David Williams)। রাজ্যজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির প্রভাব আক্ষরিক অর্থেও পড়েছিল যুবভারতীতে। প্রবল হাওয়া ও বৃষ্টির মাঝে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি। যদিও প্রাকৃতিক দুর্যোগ কাটলেও বাংলাদেশের দলের ফুটবল দুর্যোগ অব্যাহত ছিল ম্যাচ চালু হওয়ার পর থেকেই।
কোলাসো কামাল
এএফসি কাপের প্রথম ম্য়াচে গোকুলাম কেরালা এফসি-র কাছে ২-৪ গোলে হেরে এই ম্যাচে খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান। হারের দগদগে ক্ষত নিয়ে ম্যাচের একেবারে শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় হুয়ান ফেরান্দোর (Juan Ferrando) প্রশিক্ষণাধীন দল। খেলার ২৫ মিনিটের মাথায় বসুন্ধরা ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে গোলের খাতা খোলেন লিস্টন কোলাসো। যার ৯ মিনিটের মধ্যে কাউকোর পাশ ধরে কোলাসোর নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মিনিট ছয়েকের মধ্যে মনবীর সিংহ ও রয় কৃষ্ণের সঙ্গে বোঝাপড়ায় হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেলেন গোয়ান কোলাসো। ম্যাচের ৭৭ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নেমে এটিকো মোহনবাগানের হয়ে চতুর্থ গোলটি করেন ডেভিড উইলিয়ামস।
View this post on Instagram
আরও পড়ুন- ঝড়ের তাণ্ডব ইডেনজুড়ে, প্লে-অফের প্রাক্কালে ছুটে এলেন মহারাজ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)