এক্সপ্লোর
এএফসি কাপ ফাইনাল: ইরাকের এয়ারফোর্স ক্লাবের কাছে ১-০ গোলে হার বেঙ্গালুরু এফসির

দোহা: এএফসি কাপ চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস অধরা থাকল বেঙ্গালুরু এফসির৷ ইরাকের এয়ারফোর্স ক্লাবের কাছে ১-০ গোলে হার বেঙ্গালুরু এফসির৷ ভারতের প্রথম ক্লাব হিসেবে এএফসি কাপ জয়ের হাতছানি ছিল সুনীল ছেত্রীদের সামনে৷ শুরু থেকেই ইরাকের ক্লাবের সঙ্গে সমানে সমানে লড়াই ছিল বেঙ্গালুরু এফসির৷ গোলের বেশ কয়েকটি সুযোগও তৈরি করেন লিংডোরা৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৭১ মিনিটে হামাদির গোলে অবশেষে চ্যাম্পিয়ন হয় এয়ারফোর্স ক্লাব৷ ইতিহাস অধরা থাকলেও, প্রতিপক্ষের সঙ্গে সুনীলদের লড়াই দেখে অভিভূত ফুটবলমহল৷
FULL TIME and CONGRATULATIONS to #AirForceClub for being crowned #AFCCup2016 Champions after a 1-0 victory over @bengalurufc! #AIRvBFC pic.twitter.com/HOKxJMPPbw
— AFC Cup (@AFCCup) November 5, 2016
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















