AFG vs UAE: শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জয়, আমিরশাহির বিরুদ্ধে সিরিজ জয় আফগানদের
AFG vs UAE, 3rd T20: আফগানিস্তানের বোলারদের মধ্যে নবীন উল হক ৪ ওভারের স্পেলে ২০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। তিনিই দলের সেরা বোলার। এছাড়া ৩ উইকেট নিয়েছেন কোয়াইস আহমেদ।
শারজা: সংযুক্ত আরব আমিশাহির বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে (T20 Series) জয় ছিনিয়ে নিল আফগানিস্তান (Afganistan Cricket Team)। ২-১ ব্যবধানে সিরিজে জয় ছিনিয়ে নিল নবি, জাদরানরা। এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আমিরশাহি অধিনায়ক মহম্মদ ওয়াসিম। ওপেনিংয়ে অধিনায়ক নিজে ও আর্য লাকরা। ওয়াসিম ২৫ রানের ইনিংস খেলেন। টপ অর্ডারে প্রথম চার জনের কেউই দু অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। লোয়ার অর্ডারে বাসিল হামিদ ১২ রান করেন। আলি নাসের ২১ রান করেন। অয়ন খান ১০ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান বোর্ডে তুলে নেয় সংযুক্ত আরব আমিরশাহি।
আফগানিস্তানের বোলারদের মধ্যে নবীন উল হক ৪ ওভারের স্পেলে ২০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। তিনিই দলের সেরা বোলার। এছাড়া ৩ উইকেট নিয়েছেন কোয়াইস আহমেদ। ২ উইকেট নিয়েছেন আজমাতউল্লাহ।
জবাবে রান করতে নেমে ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৮ রান বোর্ডে তুলে নেয়। আফগানদের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন হাজরতউল্লাহ জাজাই। তিনি ৩৬ রান করেন। ২০ রান করেন গুরবাজ। ইব্রাহিম জাদরান ২৩ রানের ইনিংস খেলেন।
ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে প্রথম দুই ওয়ান ডে ম্যাচ জিতে আগেই সিরিজ় নিজেদের নামে করে ফেলেছিল অস্ট্রেলিয়া। সিরিজ়ের অন্তিম ম্যাচেও হরমনপ্রীত কৌরদের ১৯০ রানে কার্যত পর্যুদস্ত করে ৩-০ সিরিজ় জিতলেন অ্যালিসা হিলিরা। অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে ১৫০ রানের গণ্ডিও পার করতে পারল না ভারতীয় মহিলা দল। মাত্র ১৪৮ রানেই শেষ হয়ে গেল ভারতীয় দলের ব্যাটিং ইনিংস।
অস্ট্রেলিয়ার দুরন্ত জয়ের ভিত গড়েন দলের দুই ওপেনার অ্যালিসা হিলি এবং ফিবি লিচফিল্ড (Phoebe Litchfield)। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজ়ি অধিনায়ক হিলি। তিনি ও ফিবি দলের হয়ে শুরুটা দুরন্তভাবে করেন। ১৮৯ রানের পার্টনারশিপ গড়েন দুইজনে। মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে এটাই ভারতের বিরুদ্ধে সর্বকালের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ৮২ রানে আউট হয়ে হিলি শতরান হাতছাড়া করলেও, তাঁর ওপেনিং পার্টনার ফিবি কিন্তু তেমনটা করেননি।
১২৫ বলে ১১৯ রানের দুরন্ত ইনিংস খেলেন ফিবি। অনবদ্য ওপেনিং পার্টনারশিপের পর ভারতীয় দল ম্যাচে ফেরার চেষ্টা করে বটে। ৩৭ রানের বিনিময়ে চার উইকেট তুলে নেন ভারতীয় বোলাররা। তিন উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান মিডল অর্ডারকে শ্রেয়াঙ্কা পাতিল খানিক চাপে ফেলেন বটে। তিন উইকেট নেন তিনি। তবে ৩০০ রানের গণ্ডি পার করতে তেমন সমস্যা হয়নি অজ়িদের। নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিমে ৩৩৮ রানে তাঁরা নিজেদের ইনিংস শেষ করে।