এক্সপ্লোর
Advertisement
দেখুন অনুশীলন : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পেস বোলিং করবেন অশ্বিন?
নয়াদিল্লি ও সেঞ্চুরিয়ান: দক্ষিণ আফ্রিকায় ইতিহাস তৈরির লক্ষ্যে সফর করেছে ভারত। আজ পর্যন্ত ওই দেশে কোনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। সেই ইতিহাস বদলানোই লক্ষ্য টিম কোহলির। কিন্তু প্রথম টেস্টে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ পিছিয়ে পড়েছে ভারত। আগামীকাল শনিবার দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। কেপটাউনের নিউল্যান্ডসের পিচে পেসাররা ভরপুর সাহায্য পেয়েছেন। আর এর থেকেই স্পষ্ট যে, সিরিজের বাকি ম্যাচগুলিতেও একই ধরনের পিচ হবে। ভারতীয় টিমের সেরা স্পিন অস্ত্র আর অশ্বিনকেও পেস বোলিং করতে দেখা গেল।
প্রথম টেস্টে খুব একটাহাত ঘোরানোর সুযোগ পাননি অশ্বিন। এবার নেটে পেস বোলিং করতে দেখা গেল তাঁকে। সেঞ্চুরিয়নে শনিবারের ম্যাচে আগে দলের অনুশীলনে দ্রুত গতিতে পেস বোলারের মতো বল করতে দেখা গেল অশ্বিনকে।
Just for fun - when @ashwinravi99 decided to bowl seam instead of spin #SAvIND pic.twitter.com/7bsCpndNkk
— BCCI (@BCCI) January 11, 2018
সেঞ্চুরিয়নের পিচে ভারী রোলার চলেছে। এর থেকেই সাফ হয়ে গিয়েছে যে, এই পিচে স্পিনারদের সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
প্রথম টেস্টে মাত্র ৮.১ ওভার বোলিং করেছেন অশ্বিন। পেয়েছেন দুটি উইকেট।
ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার অশ্বিন। ঘরের মাঠে তাঁর স্পিনের ফাঁদে হাঁসফাঁস দশা হয়েছে বিপক্ষের ব্যাটসম্যানদের।
কিন্তু সেঞ্চুরিয়নে দলের কম্বিনেশনে কোনও পরিবর্তন হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, অশ্বিনকে হয়ত দলের বাইরে রাখা হতে পারে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement