এক্সপ্লোর
বিরাটের পর নিশানায় ধোনি, ফের বিতর্কে কেআরকে

নয়াদিল্লি: ফের বিতর্কে বলিউডের অভিনেতা কমল রশিদ খান। যিনি কেআরকে নামেই বেশি পরিচিত। অভিনয়ের চেয়েও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করার জন্যই বেশি খ্যাত কেআরকে। এবার তাঁর নিশানায় ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। চলতি আইপিএল-এ অফফর্ম নিয়ে ধোনিকে আক্রমণ করেছেন কেআরকে। তিনি ট্যুইটারে লিখেছেন, ধোনি যখনই কোনও শট খেলতে পারছেন না, তিনি এমনভাবে ব্যাটের দিকে তাকাচ্ছেন, যেন ব্যাটের দোষ!
Great @msdhoni is seeing his bat after every flop shot in such a way, like, it's only bat's mistake if he is not able to hit the ball.
— KRK (@kamaalrkhan) May 6, 2017
এর আগে বিরাট কোহলিকেও কুরুচিকর আক্রমণ করেন এই অভিনেতা। বাহুবলী ২ ছবির তারকা রানা ডাগ্গুবাতিকেও আক্রমণ করেন কেআরকে। Today #RCB is in the bottom of #IPL2017 just because of arrogance of Aashiq @imVkohli n looting corrupt nature of Bhagoda @TheVijayMallya!
— KRK (@kamaalrkhan) May 5, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















