Richest Cricketer in India : কোহলিকে পিছনে ফেলে দেশের সবথেকে ধনী ক্রীড়া ব্যক্তিত্ব এখন প্রাক্তন এই ক্রিকেটার
Indian Cricket: এখন তিনি প্রায় ১৪৫০ কোটি টাকার মালিক। বিশাল পরিমাণ এই সম্পত্তির মালিকানার সঙ্গে সঙ্গে দেশের সবথেকে ধনী ক্রীড়া ব্যক্তিত্ব হয়ে উঠলেন
নয়াদিল্লি : গুজরাতের জামনগরের রাজ পরিবারের উত্তরাধিকার তিনি। রাজ পরিবারের বিপুল সম্পত্তির উত্তরসূরি হিসাবে ঘোষিতও হয়ে গেল তাঁর নাম। দশেরার শুভ মুহূর্তে উপলক্ষে উত্তরসূরি হিসাবে অজয় জাডেজার নাম ঘোষণা করেন নওয়ানগরের মহারাজ জামসাহেব। এর সঙ্গে সঙ্গে এখন তিনি প্রায় ১৪৫০ কোটি টাকার মালিকও। বিশাল পরিমাণ এই সম্পত্তির মালিকানার সঙ্গে সঙ্গে দেশের সবথেকে ধনী ক্রীড়া ব্যক্তিত্ব হয়ে উঠলেন অজয় জাডেজা। এই নিরিখে পিছনে ফেললেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে। যাঁর মোট মূল্যের পরিমাণ ১ হাজার কোটি টাকার আশপাশে।
জামনগর রাজ পরিবারের সঙ্গে এমনিতে ক্রিকেট বিশ্বের সংযোগ পুরনো। ঐতিহ্যবাহী রঞ্জি ট্রফি ও দলীপ ট্রফি জাডেজার আত্মীয়দের নামে নামকরণ। যথাক্রমে কেএস রঞ্জিত সিংহজি ও কেএস দলীপ সিংহজি। একসময়ের ক্রিকেটের মাঠ সাফল্যের সঙ্গে দাপিয়ে বেরিয়েছেন অজয় জাডেজাও। দেশের জার্সি গায়ে ১৯৯২ থেকে ২০০০ সালের মধ্যে ১৯৬টি একদিনের ম্যাচ ও ১৫টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। তবে জাডেজার কেরিয়ারে রয়েছে কলঙ্কও। তাঁর নাম ম্যাচ গড়াপেটায় জড়িয়েছিল। সেই কারণে তাঁকে নির্বাসিত করা হয়েছিল। এহেন জাডেজা রাজ পরিবারের বংশধর। তাঁর বাবা দৌলত সিংহজি জামনগরের তিনবারের সাংসদ।
অজয় জাডেজাকে উত্তরসূরি ঘোষণার সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করে এক বিবৃতিতে মহারাজ জামসাহেব বলেন, "নির্বাসন থেকে জয়ী হয়ে ফিরেছিলেন পাণ্ডবরা। দশেরা উৎসব সেই দিনকে তুলে ধরে। আজ, দশেরা উপলক্ষে, আমিও একই রকম খুশি। কারণ, আমি আমার মধ্যে চলতে থাকা এক দ্বিধার সমাধান খুঁজে পেয়েছি। এজন্য অজয় জাডেজাকে ধন্যবাদ। যিনি আমার উত্তরাধিকার হতে রাজি হয়েছেন।" জামনগরের মানুষের জন্য এই সিদ্ধান্তের তাৎপর্য বোঝাতে গিয়ে তিনি আরও বলেন, "জামনগরের মানুষকে সেবা করার দায়িত্ব অজয় জাডেজার তুলে নেওয়াটা একটা বর।"
মহারাজ নিজেও প্রাক্তন একজন ক্রিকেটার। যিনি রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন। পরিবারের ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ক্রিকেট। কিংবদন্তি ক্রিকেটার রঞ্জিত সিংহ জাডেজা নওয়ানগর শাসন করেছেন ১৯০৭ সাল থেকে ১৯৩৩ সাল পর্যন্ত। নতুন ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যত জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অজয় জাডেজা। ক্রিকেটে পিচ থেকে তিনি পৌঁছে গেলেন রাজ পরিবারের দায়িত্বে। যা বিশাল দায়ভার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।