পারিবারিক হিংসা মামলায় রেহাই, মিথ্যা অভিযোগ দায়ের করায় যুবরাজের কাছে ক্ষমা চাইলেন আকাঙ্খা
কোনও অপরাধই নেই যুবরাজ সিংহর। পারিবারিক হিংসার মিথ্যা অভিযোগ করা হয়েছিল।
নয়াদিল্লি: কোনও অপরাধই নেই যুবরাজ সিংহর। পারিবারিক হিংসার মিথ্যা অভিযোগ করা হয়েছিল। সত্যি স্বীকার করে অবশেষে ক্ষমা চাইলেন যুবরাজের ছোট ভাই জোরাবর সিংহর প্রাক্তন স্ত্রী আকাঙ্খা শর্মা।
দীর্ঘ চার বছর বিবাহ বিচ্ছেদের মামলা চলার পর সম্প্রতি আইনগতভাবে আলাদা হয়ে গিয়েছেন জোরাবর এবং আকাঙ্খা। বিয়ের ছয় মাসের মাথাতেই তাঁদের মধ্যে ঝগড়ার সূত্রপাত ঘটে এবং অবশেষে বিয়ে ভেঙে যায়। এই আকাঙ্খাই জোরাবরের বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ এনেছিলেন। জড়িয়েছিলেন ভারতের তারকা অলরাউন্ডার যুবরাজকেও। ২০১৭ সালের অক্টোবর মাসে গুরুগ্রাম আদালতে যুবরাজ এবং তাঁর মা শবনম সিংহর বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ করেন আকাঙ্খা। পরিবারের তরফে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়ায় লড়তে না পেরে আকাঙ্খা পিছু হটেছেন এবং যুবরাজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে আনা সমস্ত মিথ্যা অভিযোগের জন্য ক্ষমা চেয়েছেন। তুলে নিয়েছেন নিজের দায়ের করা পারিবারিক হিংসার মামলাও।