Paris Olypics 2024: সেমিতে হার, তবে ব্রোঞ্জের লড়াইয়ে শুক্রবার ফের নামছেন আমন
এদিন প্রথম দুটো বাউটে যেভাবে পারফর্ম করেছিলেন আমন, তাতে আশা করা যাচ্ছিল যে সেমিতে কঠিন লড়াই হলেও ম্য়াচ জিতবেন ভারতীয় কুস্তিগীর।
প্যারিস: এই ম্য়াচটা জিতলেই পদক নিশ্চিত ছিল। এমনকী শুধু পদকই নয়। হাতছানি ছিল সোনা জয়ের। কিন্তু সেমিতেই আটকে গেলেন আমন শেরাওয়াত (Aman Sehrawat)। হেরে গেলেন জাপানের প্রতিদ্বন্দ্বী রেই হিগুচির বিরুদ্ধে। ১০-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন জাপানের প্রতিদ্বন্দ্বী। তবে এই ৫৭ কেজি বাউট থেকে এখনও পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে নামবেন ভারতের এই কুস্তিগীর। পুয়ের্তো রিকোর ড্যারিয়ান ক্রুজের বিরুদ্ধে খেলতে নামবেন ভারতের আমন।
এদিন প্রথম দুটো বাউটে যেভাবে পারফর্ম করেছিলেন আমন, তাতে আশা করা যাচ্ছিল যে সেমিতে কঠিন লড়াই হলেও ম্য়াচ জিতবেন ভারতীয় কুস্তিগীর। কিন্তু জাপানের কুস্তিগীর দাঁড়াতেই দিলেন না আমনকে। মাত্র কয়েক মিনিটের মধ্যে খেলায় ১০-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেন জাপানের প্রতিদ্বন্দ্বী।
View this post on Instagram
বৃহস্পতিবার প্রথম ম্যাচে পুরুষদের ৫৭ কেজি বিভাগে পঞ্চম বাছাই আমনের প্রতিপক্ষ ছিলেন নর্থ ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির এগোরভ। সেই ম্যাচে প্রথম রাউন্ডে ৪-০ পয়েন্টে এগিয়ে যান আমন। দ্বিতীয় পর্বে ১০-০ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন আমন। সেই সময় টেকনিক্যাল সুপিরিওরিটির কারণে ম্যাচে আমনকে জয়ী ঘোষণা করা হয়। পুরুষদের ফ্রি স্টাইল কুস্তিতে ৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান আমন।