Andreas Brehme Dies: ৯০-র বিশ্বকাপ ফাইনালে তাঁর গোলেই জিতেছিল জার্মানি, প্রয়াত কিংবদন্তি আন্দ্রেস ব্রেহমি
Andreas Brehme Dies Update: জার্মানির জার্সিতে ৮৬ বার খেলতে নেমেছেন আন্দ্রেস। এছাড়াও বুন্দেশলিগা ট্রফি জিতেছেন বায়ার্ন মিউনিখ ও কাইজ়ার্সলাউটার্ন জার্সিতে।
![Andreas Brehme Dies: ৯০-র বিশ্বকাপ ফাইনালে তাঁর গোলেই জিতেছিল জার্মানি, প্রয়াত কিংবদন্তি আন্দ্রেস ব্রেহমি Andreas Brehme: Germany legend and World Cup winner dies aged 63 get to know Andreas Brehme Dies: ৯০-র বিশ্বকাপ ফাইনালে তাঁর গোলেই জিতেছিল জার্মানি, প্রয়াত কিংবদন্তি আন্দ্রেস ব্রেহমি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/20/4cebe588a34d29ec2ffbb0d1cdeaef0a1708430873606206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মিউনিখ: প্রয়াত হলেন জার্মানির কিংবদন্তি ফুটবলার আন্দ্রেস ব্রেহমি (Andreas Brehme Dies)। বয়স হয়েছিল ৬৩ বছর। ১৯৯০ সালে বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানি হয়ে আর্জেন্তিনার বিরুদ্ধে ম্য়াচের জয়সূচক গোলটি করেছিলেন এই লেফট ব্যাক। খেলার ৮৫ মিনিটের মাথায় গোল করে দলকে জেতান আন্দ্রেস। ফ্রাঞ্জ বেকেনবাউরের নেতৃত্বাধীন পশ্চিম জার্মানি দিয়েগো মারাদোনার দলকে হারিয়ে দেন।
জার্মানির জার্সিতে ৮৬ বার খেলতে নেমেছেন আন্দ্রেস। এছাড়াও বুন্দেশলিগা ট্রফি জিতেছেন বায়ার্ন মিউনিখ ও কাইজ়ার্সলাউটার্নের জার্সিতে। পরিবার সূত্রে জানানো হয়েছে, বুকে অসম্ভব যন্ত্রণা অনুভব করার ফলে ব্রেহমিকে তড়িঘড়ি বাড়ির পাসের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে এমার্জেন্সি বিভাগে ভর্তি হওয়ার পর তাঁর মৃত্যু হয়। ইন্টার মিলানের জার্সিতে ১৯৯৮ সালে অবসরের আগে সিরি এ খেতাবও জেতেন ব্রেহমি।
View this post on Instagram
এক বিবৃতিতে বায়ার্ন মিউনিখের তরফে জানানাে হয়েছে, ''এফসি বায়ার্ন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে আন্দ্রেস ব্রেহমি প্রয়াত হয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে ওঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।'' বায়ার্নের তরফে আরও জানানো হয়, ''আন্দ্রেস ব্রেহমি আমাদের হৃদয় থাকবেন সবসময়। একজন বিশ্বকাপজয়ী ফুটবলার হিসেবে এই তার থেকেও বেশি এরজন বিশেষ মানুষ হিসেবে। তিনি সবসময় এফসি বায়ার্ন পরিবারের একজন সদস্য় থাকবেন।"
View this post on Instagram
উল্লেখ্য়, ১৯৯০ বিশ্বকাপ জয়ের পর ব্রেহমি এক সাক্ষাৎকারে বলেছিলেন, "মারাদোনার কাছে ৮৬ বিশ্বকাপের ফাইনালে হারের পর ঠিক করেছিলাম চার বছর বাদে বিশ্বকাপের ফাইনালে গোল করে দিয়েগোদের হারাব। সেটা হয়েছে বলে দারুণ আনন্দ হয়েছে।"
উল্লেখ্য, ১৯৯০ সালে ইতালিতে বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল দ্বিতীয়বারের জন্য়। সেই টুর্নামেন্টে মোট ৬টি মহাদেশের ১১৬টি জাতীয় দল প্রতিযোগিতার বাছাইপর্বে অংশগ্রহণ করে। ১৯৯০ বিশ্বকাপের বাছাইপর্বের নিয়মানুসারে প্রতিযোগিতার জন্য ২২টি দলকে বাছাই করা হয়। আয়োজক দেশ ইতালি ও আগের বারের চ্যাম্পিয়ন দল আর্জেন্তিনা অংশ নিয়েছিল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)