Argentina vs France: শুধু আর্জেন্তিনার মানুষ নয়, কিছু ফরাসিও মেসির হাতে কাপ দেখতে চাইছেন, স্বীকারোক্তি দেশঁর
Didier Deschamps: মাত্র দ্বিতীয় কোচ হিসাবে নাগাড়ে দুইবার ফুটবল বিশ্বকাপ জয়ের হাতছানি ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁর সামনে। তিনি ১৯৯৮ সালে বিশ্বজয়ী ফরাসি দলের অধিনায়কও ছিলেন বটে।
দোহা: রাত পোহালেই বিশ্বকাপের ফাইনাল (FIFA WC 2022 Final)। ফ্রান্সের মুখোমুখি আর্জেন্তিনা। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ম্যাচটিকে অনেকেই লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপের লড়াই বলে মনে করছেন। ইতিহাস গড়ার হাতছানি ফ্রান্স অধিনায়ক উগো লরিসের সামনেও। প্রথম অধিনায়ক হিসাবে একাধিক বিশ্বকাপ জিততে পারেন লরিস। অপরদিকে, ভিট্টোরিও পোজোর পর মাত্র দ্বিতীয় কোচ হিসাবে পরপর দুই বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে দিদিয়ের দেশঁর (Didier Deschamps) সামনেও। সেই ম্যাচের আগে বিস্ফোরক মন্তব্য করলেন ফরাসি কোচ দেশঁ।
ফরাসিরাও আর্জেন্তিনার পক্ষে!
বিশ্বজয়ী দেশঁ সাংবাদিক সম্মলনে দাবি করেন শুধু আর্জেন্তাইনরা নয়, বহু ফরাসি মানুষও আর্জেন্তিনার হাতে বিশ্বকাপ দেখতে চাইছেন। তিনি বলেন, 'আর্জেন্তাইনরা তো বটেই, অনেক ফরাসিরাও চাইছেন যেন আর্জেন্তিনা বিশ্বকাপ জেতে। তবে তা যাতে না হয়, সেজন্য আমরা নিজেদের সর্বস্বটা উজাড় করে দেব।' তিনি আরও বলেন, 'মাঠে যে আর্জেন্তিনার সমর্থকরাই বেশি সংখ্যায় থাকবেন, সেই বিষয়ে আমরা অবগত। আর্জেন্তাইনরা খুব উৎসাহের সঙ্গে নিজেদের দলকে সমর্থন করে। বিশ্বকাপের ফাইনালে এক দারুণ পরিবেশ তৈরি হবে, যা ফাইনালের উপযোগী। তবে আমাদের প্রতিপক্ষরা কিন্তু গ্যালারিতে নয়, মাঠে নামবেন। তাদের নিয়েই আমরা বেশি চিন্তিত।'
কোনাটেদের আপডেট
বিশ্বকাপের আগে ফ্রান্স শিবিরে অজানা জ্বরে আতঙ্ক বাড়ছে। শুক্রবার ইব্রাহিমা কোনাটে, রাফায়েস ভারান ও কিংসলে কোমান অনুশীলন করেননি। তাঁদের শারীরিক পরিস্থিতি নিয়ে বিশেষ কিছু বলতে চাননি দেশঁ। তিনি জানান, 'আমি যখন (সাংবাদিক সম্মেলনের জন্য) বের হই, তখন ওরা সবাই ঘুমোচ্ছিল। ওদের বিষয়ে আমার কাছে নতুন কোনও আপডেট নেই। আমি বেশি কিছু বলতে চাই না। আমরা নিজেদের শরীর স্বাস্থ্যের যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, এই ভাইরাস দ্বারা দলের খেলোয়াড়রা আক্রান্ত না হলে ভালই হত, তবে এখন এর সঙ্গে মানিয়ে নিয়েই আমাদের প্রস্তুতি সারতে হবে। আমরা তো গোটা বিশ্বকাপ জুড়েই একের পর এক চোট আঘাতের সঙ্গ মানিয়ে নিয়েই ফাইনালে পৌঁছেছি। আমি নিশ্চিত আর্জেন্তিনাকেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই এই নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই।'
আর্জেন্তিনা বিরদ্ধে ফাইনাল ম্যাচের জন্য পরিকল্পনা তৈরি করার আগে লিওনেল স্কালোনি দলের ম্যাচগুলি খুব মনোযোগ সহকারে দেখেছেন বলেই জানান দেশঁ। তবে ফাইনালের আগে সবার মুখে আরও এক প্রশ্ন ঘোরাঘুরি করছে। টুর্নামেন্ট শুরুর আগেই ফ্রান্সের তারকা ফরোয়ার্ড, এবারের ব্যালন ডি'অর জয়ী করিম বেঞ্জেমা চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। তবে একাধিক মাধ্যমে জল্পনা চলছে ফাইনালে বেঞ্জেমা ফ্রান্স দলে ফিরতে পারেন। তিনি কি সত্যিই ফাইনালে ফ্রান্সের হয়ে মাঠে নামতে পারেন? এই নিয়ে প্রশ্ন করা হলে রীতিমতো ক্ষুব্ধ হন দেশঁ। তবে সোজাসুজি কিছু না বললেও, তিনি বেঞ্জেমার দলে ফেরার জল্পনায় জল ঢেলে দেন।
আরও পড়ুন: