এক্সপ্লোর
বধূ নির্যাতনের মামলায় মহম্মদ সামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত
ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ সামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।বধূ নির্যাতনের মামলায় সামির বিরুদ্ধে পরোয়ানা জারি করল আদালত। আত্মসমর্পণের জন্য ১৫দিন সময় দিল আলিপুর আদালত।

কলকাতা: ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ সামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।বধূ নির্যাতনের মামলায় সামির বিরুদ্ধে পরোয়ানা জারি করল আদালত। আত্মসমর্পণের জন্য ১৫দিন সময় দিল আলিপুর আদালত। এরমধ্যে আত্মসমর্পণ করে জামিনের আর্জি জানাতে পারবেন সামি। জামিন অযোগ্য ধারায় সামির বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে।১৫দিনের মধ্যে আত্মসমর্পণ না করলে গ্রেফতার করা হবে। সামির ভাইয়ের বিরুদ্ধে আজ থেকেই পরোয়ানা কার্যকর। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন মহম্মদ সামি। চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছেন তিনি। ২০১৮-র গোড়ার দিকে সামির স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য নির্যাতনের অভিযোগ করেন। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ ধারায় সামি ও তাঁর দাদার বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা রুজু হয়। হাসিন জাহানের এই অভিযোগ দায়েরের পর সামি আদালতে হাজিরা দেননি। অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত এই পরোয়ানা জারি করেছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















