এক্সপ্লোর
Advertisement
ডিন্ডাকে ভিনরাজ্যে খেলার ছাড়পত্র দিল সিএবি, ফেরার রাস্তাও খোলা রাখা হল
গত মরসুমে রঞ্জি ট্রফি চলাকালীন টিমমিটিংয়ে বাংলার বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন ডিন্ডা। শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়।
কলকাতা: দীর্ঘ টালবাহানার পর অশোক ডিন্ডাকে ভিনরাজ্যে খেলার ছাড়পত্র দিল সিএবি। বুধবার বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা তাঁকে নো অবজেকশন সার্টিফিকেট দিল। তবে তিনি যে চাইলে ফের বাংলায় ফিরতে পারেন, সে কথাও বলে রাখা হল চিঠিতে।
গত মরসুমে রঞ্জি ট্রফি চলাকালীন টিমমিটিংয়ে বাংলার বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন ডিন্ডা। শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। কোচ অরুণ লাল জানিয়েছিলেন, দলীয় সংহতি আর শৃঙ্খলাই সবার আগে। ক্ষমা চাইলে তবেই ডিন্ডাকে দলে ফেরানো হবে বলেও জানিয়ে দেন অরুণ। মধ্যস্থতায় এগিয়ে এসেছিল সিএবি-ও। দলের সেরা পেসারকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। সিনিয়র পেসারের সঙ্গে কথা বলেছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। যদিও তাতে বরফ গলেনি। ডিন্ডা সাফ জানিয়ে দেন, তিনি কোনও অন্যায় করেছেন বলে মনে করেন না। তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। বাংলা ছেড়ে অন্য রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার পরিকল্পনার কথাও বলেন এক সময় জাতীয় দলের পেসার। তিনি সিএবি-র কাছে এনওসি চেয়ে আবেদনও করেন।
বুধবার এনওসি দিয়েছে সিএবি। প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সই করা চিঠিতে লেখা হয়েছে, ‘এখনও আপনার মধ্যে অনেক ক্রিকেট অবশিষ্ট আর যে দলের হয়ে খেলতে চাইছেন, আমরা নিশ্চিত আপনি তাঁদের হয়ে ভালই খেলবেন।’ পাশাপাশি লেখা হয়েছে, ‘আশা করছি আপনি ফের আপনার নিজের রাজ্যে ফিরবেন।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement