এশিয়া কাপ: টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হার্দিক, অক্ষর ও শার্দুল, শুক্রবার বাংলাদেশ ম্যাচের আগে চিন্তায় ভারত
দুবাই: বুধবারের পাকিস্তান-বধ অতীত। এবার শুক্রবার এশিয়া কাপের সুপার-ফোর পর্যায়ের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় নিশ্চিত করতে বদ্ধপরিকর ভারত।
তবে, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সম্ভাব্য টিম কম্বিনেশন নিয়ে চিন্তিত রোহিত-বাহিনী। গতকাল ম্যাচ চলাকালীন পিঠের পেশিতে টান পড়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় হার্দিক পাণ্ড্যকে। চলতি প্রতিযোগিতায় তাঁকে আর দেখা যাবে না। রাতে টিম ইন্ডিয়ার সূত্রে জানা গিয়েছে, তালিকায় আরও ২টি নাম সংযোজন হয়েছে—অক্ষর পটেল ও শার্দুল ঠাকুর।
এদিকে, পরপর ২ দিন দুটি ম্যাচ খেলার পর সম্ভবত বাংলাদেশ ম্যাচে ভূবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়ার ভাবনাচিন্তা করতে পারে টিম ইন্ডিয়ার থিঙ্কট্যাঙ্ক। সেক্ষেত্রে, তাঁর জায়গায় প্রথম একাদশে অন্তর্ভুক্তি হতে পারে বাঁ-হাতি পেসার খলিল আহমেদের। অক্ষর পটেলের জায়গায় এসেছেন রবীন্দ্র জাডেজা।
শার্দুলের পরিবর্ত হিসেবে তড়িঘড়ি সিদ্ধার্থ কৌলকে উড়িয়ে আনা হয়েছে। পাশাপাশি, পাণ্ড্যর পরিবর্ত হিসেবে দলে রাখা হয়েছে দীপক চাহারকে। তবে, প্রথম একাদশে এই দুজনের জায়গা পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
মেন ইন ব্লু-র ব্যাটিং লাইন আপের টপ-অর্ডারে কোনও পরিবর্তন হবে না। ওপেনিং করবেন শিখর ধবন ও রোহিত শর্মা। তিনে অম্বাতি রায়ুডু। চারে থাকছেন ফর্মে থাকা দীনেশ কার্তিক। তবে, মহেন্দ্র সিংহ ধোনির ফর্ম নিয়ে চিন্তায় রোহিত-ব্রিগেড। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে অদলবদল করে প্রাক্তন অধিনায়ককে কিছুটা ওপরে পাঠিয়ে কিছুটা থিতু হওয়ার সময় দিতে চায় টিম ম্যানেজমেন্ট।
এছাড়া, মণীশ পাণ্ডেকে দলে অন্তর্ভুক্ত করা হলে গভীরতা বাড়বে। অন্যদিকে, হার্দিকের জায়গায় দলের বোলিং শক্তির ভার বহন করতে হবে কেদার যাদবকে। গতকাল পাকিস্তান ম্যাচে যা তিনি সফলভাবেই সামলেছেন।
পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ঐতিহাসিক আখ্যা পেলেও, সাম্প্রতিক অতীতে ভারত-বাংলাদেশ লড়াইও ভাল মাত্রা পেয়েছে। বিশেষ করে, ২০১৫ বিশ্বকাপের পর থেকে ক্রিকেট মাঠে দুদেশের প্রতিদ্বন্দ্বিতা সময়ে সময়ে তিক্ত হয়েছে। দুদলের এই প্রতিদ্বন্দ্বিতা মাঠে সীমাবদ্ধ না থেকে তার পরিধির বাইরেও বিস্তার লাভ করেছে। বিশেষ করে, সোশ্যাল মিডিয়ায় দুদেশের সমর্থকদের মধ্য চলা বাকযুদ্ধ এই লড়াইকে অন্য মাত্রা দিয়েছে।
এছাড়া, হালে একদিনের দল হিসেবে নিজেদের শক্তি অনেকটাই বাড়িয়েছে বাংলাদেশ। ২০১২ সালের এশিয়া কাপে তারা ফাইনালে উঠেছিল। মাশরাফি মর্তুজা নেতৃত্বাধীন দলে একাধিক ভালমানের ব্যাটসম্যান রয়েছেন। যাঁদের মধ্যে অন্যতম হলেন—মুশফিকুর রহিম, শাকিব-আল হাসান, মহময়াদুল্লা রিয়াধ প্রমুখ। এছাড়া, মুস্তাফিজুর রহমান, মর্তুজা, শাকিব ও রুবেল হোসেনের জন্য বাংলাদেশের পেস বোলিং বিভাগও যথেষ্ট ভাল। ফলে, সব মিলিয়ে শুক্রবার দুবাইয়ে আরও একটি ব্লকবাস্টার ম্যাচের আশা রাখতেই পারে উভয় দেশের সমর্থকরা।