Dinesh Karthik Viral: ১৮ বছরে এই প্রথম, আফগানিস্তান ম্যাচে সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা গেল দীনেশ কার্তিককে
Bowler Dinesh Karthik: আন্তর্জাতিক ক্রিকেট তো দূর, ঘরোয়া ক্রিকেটেও কার্তিককে বল করতে দেখেছেন, এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। তবে আফগানিস্তানের বিরুদ্ধে বল হাতে দেখা গেল সেই দীনেশ কার্তিককেই।
দুবাই: বিগত এক বছরে ভারতীয় ক্রিকেটে অধিনায়কত্ব থেকে দলের একাদশ বাছাই, সবেতেই পরীক্ষা নিরীক্ষা দেখা গিয়েছে। সেই পরীক্ষা নিরীক্ষা এবারের এশিয়া কাপের (Asia Cup) শেষ ম্যাচেও অব্যাহত রইল। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে (IND vs AFG) রোহিত শর্মা বিশ্রাম নেওয়ায় কেএল রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন বিরাট কোহলি। বিরাট এর আগেও ভারতীয় দল তথা আইপিএলে নিজের ফ্রাঞ্চাইজির হয়ে ওপেন করেছেন, তাই এই সিদ্ধান্তে খুব বেশি অবাক হওয়ার কিছু ছিল না। এই ম্যাচের বড় চমকটা আসে একেবারে শেষ ওভারে।
বোলার কার্তিক
ওপেনার, কিপার, ফিনিশার, অতীতে একাধিক ভূমিকায় দেখা গিয়েছে দীনেশ কার্তিককে (Dinesh Karthik)। তবে আরও এক সম্পূর্ণ নতুন রূপে এই ভারত-আফগানিস্তান ম্যাচেই দেখা গেল অভিজ্ঞ ভারতীয় তারকাকে। ব্যাট, প্যাড ছেড়ে দেখা গেল বোলার কার্তিককে। ম্যাচের শেষ ওভারে আফগানিস্তানের স্কোর ছিল ৯৩ রান। ২১৩ রান তাড়া করে ম্যাচ জয় আফগানদের জন্য কোনওভাবেই সম্ভব ছিল না। এমন পরিস্থিতিতে এই ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক কেএল রাহুল কার্তিককে বল করতে ডেকে নেন। আন্তর্জাতিক ক্রিকেট তো দূর, ঘরোয়া ক্রিকেটেও কার্তিককে বল করতে দেখেছেন, এমন লোক খুঁজে পাওয়া মুশকিল।
India vs Afghanistan #AsiaCup2022 #DineshKarthik bowling pic.twitter.com/PEo8lxmuaw
— Deepak Dagar (@deepak123dagar) September 8, 2022
পন্থের মন্তব্য
ঘরোয়া ক্রিকেটে আজ পর্যন্ত মাত্র এক ওভারই বল করেছেন কার্তিক। সেই কার্তিককে দিয়েই আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওভার করানো হয়। বল হাতে শেষ ওভারে কার্তিককে তিন ছক্কা হাঁকান আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান। তবে কার্তিক ১৮ রান খরচ করলেও, ১০১ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় আফগানরা। এই ওভারে কার্তিকের বল করা তো বটেই, উইকেটের পিছনে ঋষভ পন্থের মন্তব্যও কিন্তু নেটিজেনদের বেশ নজর কাড়ে। তিন ছক্কা খাওয়ার পরেও কার্তিককে সান্ত্বনা দিয়ে পন্থকে বলতে শোনা যায়, 'সব নিয়ন্ত্রণেই রয়েছে ডিকে ভাই।' বিগত কয়েক মাসে ভারতীয় দলের একগাদা পরীক্ষা নিরীক্ষা সত্ত্বেও দীনেশ কার্তিককে যে বল করতে দেখা যাবে, এমনটা হয়তোই কেউ ভাবতে পেরেছিলেন।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে কোহলিকে দিয়েই ওপেন করানোর পরামর্শ, রেগে আগুন রাহুল