ABP Exclusive: ভারত-পাকিস্তান ফাইনাল হবে, আগাম বলে দিচ্ছেন পাক তরুণ
Momin Saqib Exclusive: গত বছর তিনেক ধরে ভারত-পাকিস্তান ক্রিকেটীয় দ্বৈরথ মানেই আলোচনার কেন্দ্রে মোমিন সাকিব। তিনি মাঠে আসছেন কি না, ফের কোনও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল কি না, তা নিয়ে চলে চর্চা।
সন্দীপ সরকার, কলকাতা: একটা সময় ছিলেন বশির চাচা। পাকিস্তানের কট্টর সমর্থক। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) পছন্দ করতেন। আর ধোনির জন্যই পছন্দ করতেন ভারতকে। স্টেডিয়ামে তাঁকে দেখা যেত ভারত ও পাকিস্তান (Ind vs Pak), দুই দেশের পতাকার রং সম্বলিত জোব্বা পরে ম্যাচ দেখছেন।
তবে গত বছর তিনেক ধরে ভারত-পাকিস্তান ক্রিকেটীয় দ্বৈরথ মানেই যেন আলোচনার কেন্দ্রে মোমিন সাকিব। তিনি মাঠে আসছেন কি না, ফের কোনও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল কি না, লক্ষ্য রাখেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরাই।
কে এই মোমিন সাকিব (Momin Saqib)?
বছর তিন আগের কথা। ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপ। ভারতের কাছে পাকিস্তান (Ind vs Pak) পরাজিত হতেই সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠেছিল এক যুবকের করুণ আর্তি। 'মারো, মুঝে মারো...'
সেদিনের সেই পাকিস্তান সমর্থক হাজির সংযুক্ত আরব আমিরশাহিতেও। এশিয়া কাপে (Asia Cup) প্রিয় দলের হয়ে গলা ফাটাতে। তবে শুধু পাকিস্তান নয়, বিরাট কোহলিরও (Virat Kohli) বড় ভক্ত। এশিয়া কাপে বিরাটের ব্যাটে রান ফেরায় যেন স্বস্তি পেয়েছেন পাক তরুণ! মোমিন সাকিব (Momin Saqib)। বছর পঁচিশের পাক যুবক বিখ্যাত হয়ে গিয়েছিলেন ২০১৯ সালের একটি ভিডিওতে। ভারতের কাছে পাকিস্তানের হারের পর আবেগ গোপন করতে পারেননি। ক্যামেরার সামনেই বলে দিয়েছিলেন, 'আমরা ম্যাচ হেরে কান্নাকাটি করছি, আর ক্রিকেটারেরা আইসক্রিম খাচ্ছে? মারো, মুঝে মারো।'
চলতি এশিয়া কাপে ভারত-পাকিস্তানের জোড়া দ্বৈরথ দেখেছেন মাঠে বসে। সোমবার দুবাই থেকে জুম কলে এবিপি লাইভকে মোমিন বললেন, 'ভারত-পাক ম্যাচে স্টেডিয়ামের উন্মাদনা ভাষায় প্রকাশ করা কঠিন। দুর্দান্ত আবহ। এখনও পর্যন্ত প্রচুর ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছি। সময় পেলে ও কাজের ছুটি পেলে স্টেডিয়ামে চলে যাই। মাঠে গিয়ে ভারত-পাক লড়াই দেখার সুযোগ হাতছাড়া করি না। এবারের এশিয়া কাপে দুটি ম্যাচই শেষ ওভারে ফয়সালা হয়েছে। একপেশে লড়াই হয়নি। উপভোগ্য ক্রিকেট দেখেছেন সকলে। প্রথম ম্যাচ ভারত জিতেছিল ৫ উইকেটে। সুপার ফোরে একই ব্যবধানে পাকিস্তান ভারতকে হারিয়েছে।'
মোমিনের মতে, এবারের এশিয়া কাপ যেন ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে। বলছেন, 'ভারত-পাকিস্তান ফাইনাল হলে তিন ম্যাচের সিরিজের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। দুই দেশের সমর্থকেরাও সেটাই চান।'
বিরাট কোহলির সঙ্গে দুই ম্যাচের পরই দেখা করেছেন মোমিন। দেখা করেছেন হার্দিক পাণ্ড্যর সঙ্গেও। বিরাটের ব্যাটিংয়ের বড় ভক্ত বছর পঁচিশের পাক তরুণ। হার্দিককেও পছন্দ করেন। বলছেন, 'আগের ম্যাচে দারুণ পারফর্ম করেছেন হার্দিক। আইপিএলের পর উনি দারুণ ছন্দে রয়েছেন। ভাল খেললে অভিনন্দন জানাতেই হয়। আমিও বিরাট ভাই ও হার্দিক ভাই, দুজনকেই অভিনন্দন জানিয়েছি।'
পাক দলে আপনার প্রিয় কে? মোমিন বলছেন, 'পাকিস্তান ক্রিকেট দলের সকল ক্রিকেটারই আমার ভাইয়ের মতো। রিজওয়ান খুব ভাল মানুষ। ওরা ভাল খেলুক। মনপ্রাণ দিয়ে খেলুক, জিতুক। এটাই চাই।'
দুই দেশের মধ্যে আরও ক্রিকেট দেখতে চান মোমিন। বলছেন, 'দুই দেশের মানুষই দ্বিপাক্ষিক সিরিজ দেখতে চায়। আমরা চাই ভারত পাকিস্তানে গিয়ে করাচিতে খেলুক, লাহৌরে খেলুক। আমাদের দল দিল্লি, মোহালিতে গিয়ে খেলুক। আমরাও গিয়ে দলকে সমর্থন করতে চাই। খেলার মধ্যে রাজনীতি টেনে আনা ঠিক নয়। ইরফান ভাইয়ের (ইরফান পাঠান) সঙ্গে দেখা হল। আমাকে শুভেচ্ছা জানালেন। আমিও পাল্টা শুভেচ্ছা জানিয়েছি। দুই দেশের শান্তি ও সৌহার্দ্যের জন্য ক্রিকেট খুব জরুরি।'
লন্ডনে কিংস কলেজে পড়াশোনা করেছেন মোমিন। সেখানে চাকরিও করেন পরে। নাটকে অভিনয় করেছেন। সিনেমায় অভিনয় করেছেন। দুবাইয়ে এশিয়া কাপ দেখতে গিয়েছেন মোমিন। বলছেন, 'গ্লোবাল লিডারশিপ ও পিস বিল্ডিংয়ে মাস্টার্স ডিগ্রি করছি ইংল্যান্ড থেকে। ভারতেও যেতে চাই। বিরাট ভাইয়ের সঙ্গে দেখা করতে চাই। বিরাট ভাইকে সেটা বলেছি।'
মোমিন আরও বলছেন, 'এশিয়া কাপে ভারত-পাকিস্তান ফাইনাল হবেই। আফগানিস্তানও কিন্তু খারাপ খেলছে না। তবে ভারতের কাছে হারের পর পাকিস্তানের ক্রিকেটারেরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে আর ছন্দ ফিরে পেয়েছে, তাতে পাকিস্তানই ফেভারিট। ভারত-পাকিস্তান ফাইনালই হওয়া উচিত। ভাল ক্রিকেট দেখতে চাই। আর চাই ভারতকে হারিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন হোক।'
আরও পড়ুন: কোহলির ছন্দে ফেরার প্রার্থনা করেছে গোটা পাকিস্তান, বলছেন 'মারো মুঝে মারো' খ্যাত মোমিন