Asia Cup 2022: কোরিয়ার বিরুদ্ধে ৪-৪ ড্র, এশিয়া কাপ হকিতে ফাইনালের স্বপ্ন শেষ ভারতের
Asia Cup 2022: ভারত কোরিয়ার থেকে পিছিয়ে থাকায় ফাইনালে জায়গা করে নিতে পারল না ভারত। টোকিও (Tokyo) অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় দল এশিয়া কাপে ভাল ফল করবে এই আশা করেছিলেন সবাই।
জাকার্তা: এশিয়া কাপ হকিতে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ ভারতীয় দলের। সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে কোরিয়ার (Korea) বিরুদ্ধে ৪-৪ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় হকি দলকে। গোল ব্যবধানে ভারত কোরিয়ার থেকে পিছিয়ে থাকায় ফাইনালে জায়গা করে নিতে পারল না ভারত। টোকিও (Tokyo) অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় দল এশিয়া কাপে ভাল ফল করবে এই আশা করেছিলেন সবাই। কিন্তু সুপার ফোর থেকেই বিদায় নিতে হল কার্তি, বীরেন্দরদের।
গ্রুপ লিগে বড় জয় পেয়েছিল ভারতীয় হকি দল। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ১৬-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। যার দরুণ পাকিস্তানকে টেক্কা দিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছিলেন মনিন্দর, নীলমরা। এবার সেই গোলপার্থক্যের কারণেই সুপার ফোর থেকে ফাইনালে ওঠা হল না গতবারের চ্যাম্পিয়ন ভারতের।
সুপার ফোরে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারত-তিনটে দেশেরই পয়েন্ট দাঁড়ায় ৫। সুপার ফোরে তিন দলের পয়েন্ট সমান। কিন্তু কোরিয়ার সঙ্গে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হল ভারতকে।
সুপার ফোরে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছিল জাপান। অন্যদিকে, ভারত ২-১ গোলে হারিয়েছিল জাপানকে। সেই ম্যাচে যদি এক গোল বেশি দিতে পারত ভারত, তবেই হয়ত ফাইনালে ওঠার স্বপ্ন টিকে থাকত ভারতের।
সুপার ফোরে জাপানের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিয়েছিল ভারত
মধুর প্রতিশোধ। এশিয়া কাপ হকিতে জাপানকে ২-১ গোলে হারিয়ে দিল ভারতীয় দল। পুল পর্বের ম্যাচে এই জাপানের বিরুদ্ধেই ২-৫ হারতে হয়েছিল ভারতকে। তবে সুপার ফোরে নিজেদের প্রথম ম্য়াচে সেই জাপানের বিরুদ্ধে আর কোনও ভুল করেনি টিম ইন্ডিয়া। জয় ছিনিয়ে নিয়েছিল তারা। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি দল, তার জন্যই এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার অন্য়তম দাবিদার ছিল টিম ইন্ডিয়া। কিন্তু তা আর হল না।
আরও পড়ুন: স্বস্তি রাহুল, পন্থদের, দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই উঠে যাচ্ছে বায়ো বাবল