IND vs AFG, Match Highlight: ব্যাটে বিরাট, বলে ভুবি, আফগানিস্তানের বিরুদ্ধে ১০১ রানে বিশাল জয় ভারতের
Asia Cup 2022, IND vs AFG: নিয়মরক্ষার ম্যাচে দুরন্ত ছন্দে ভারতীয় দল। ব্যাটে শতরান হাঁকালেন বিরাট কোহলি। রানে ফিরলেন কে এল রাহুল। বল হাতে ৫ উইকেট ভুবনেশ্বরের।
দুবাই: পরপর ২ ম্যাচে তাঁর ২টো বাজে ওভার। এশিয়া কাপ থেকে ছিটকে দিয়েছিল ভারতকে। গোটা দেশের কাছে ভিলেন হয়ে গিয়েছিলেন তিনি। বিরাট কোহলির ৭১ তম শতরান করার দিনে বল হাতে জ্বলে উঠলেন ভুবনেশ্বর কুমারও (Bhuvneswar Kumar)। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ারের সেরা স্পেলটি করলেন তিনি। তুলে নিলেন প্রতিপক্ষের ৫ উইকেট। শুরুতেই ভেঙে দিলেন আফগানদের ব্যাটিং লাইন আপ। নিজের প্রথম ২ ওভারে তুলে নিলেন ৪ উইকেট।
ভুবির ৫ শিকার, আফগান ছারখার
বিরাট কোহলির শতরানের ওপর ভর করে ২১২ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এত বড় রান তাড়া করতে নেমে একটা ভাল শুরুর দরকার ছিল আফগানিস্তানের। কিন্তু সে গুড়ে বালি। ভুবনেশ্বর কুমারের বিষাক্ত স্যুইংয়ের সামনে রীতিমত নাস্তানাবুদ হতে হল আফগানিস্তানকে। নিজের প্রথম ওভারে তুললেন ২ উইকেট। নিজের দ্বিতীয় ওভারে তুলে নিলেন আরও ২টো উইকেট। মাত্র ৯ রানে ৪ উইকেট হারিয়ে হার তখন নিশ্চিত আফগানদের। নিজের শেষ ওভারে ১টি উইকেট তুলে নেন তারকা এই ডানহাতি পেসার। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ারের সেরা স্পেল ৪-১-৪-৫ ভুবনেশ্বরের। অর্শদীপ, দীপক হুডা ও রবিচন্দ্রন অশ্বিন ১টি করে উইকেট নেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রানই বোর্ডে তুলতে পারে।
রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য ও যুজবেন্দ্র চাহালকে বিশ্রাম দেওয়া হয়েছিল এই ম্যাচে। তার বদলে দলে ঢুকেছিলেন দীনেশ কার্তিক, দীপক চাহার ও অক্ষর পটেল। দলকে নেতৃত্ব দেন কে এল রাহুল। আর ব্যাট হাতেও ফর্মে ফিরলেন তিনি। ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলেন রাহুল। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি।
সেঞ্চুরি কোহলির, রানের পাহাড়় ভারতের
পন্থ ১৬ বলে ২০ রান করে অপরাজিত থেকে যান। শেষ পর্যন্ত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১২ রান বোর্ডে তুলে নেয় ভারত।