Asia Cup 2022: ভাইরাল 'মুঝে মারো'র সেই যুবককে মনে আছে? মরুদেশে কোহলিদের সঙ্গে কী করছেন?
Ind vs Pak: মোমিনের আর একটা পরিচয় দেওয়া যাক। পাকিস্তানের এই যুবকই বিখ্যাত সেই 'মুঝে মারো' ভিডিওটি বানিয়েছিলেন।
দুবাই: মোমিন সাকিব (Momin Saqib)। নামটা শুনলে ক্রিকেট দুনিয়ার অনেকেই চিনবেন না। না, মোমিন কোনও দেশের হয়ে ক্রিকেট খেলেন না। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
তাহলে মোমিনের আর একটা পরিচয় দেওয়া যাক। পাকিস্তানের এই যুবকই বিখ্যাত সেই 'মুঝে মারো' ভিডিওটি বানিয়েছিলেন।
ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ২০১৯ বিশ্বকাপের ম্যাচে ভারতের কাছে পাকিস্তানের হারের পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও। যেখানে এক পাক সমর্থককে ক্যামেরার সামনে হাহুতাশ করতে দেখা যায়। মোমিন সাকিব নামে সেই পাক সমর্থকের ‘মারো মুঝে মারো’ সংলাপ পরবর্তী সময়ে মিম হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
দুবাইয়ে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের পরে ভাইরাল ভিডিওর সেই নায়ক ফের উদয় হন সোশ্যাল মিডিয়ায়। সেবার অবশ্য সোশ্যাল মিডিয়া ছাড়াও অফিসিয়াল ব্রডকাস্টারদের ক্যামেরাতেই তাঁকে বলতে শোনা যায় যে, বাজি পুরো পাল্টে গিয়েছে।
A great sportsman and a humble personality. The one and only @imVkohli 🙌🏻 Good to see him back in form!
— Momin Saqib (@mominsaqib) August 28, 2022
What a game tonight! 🔥
Shall see you in the Final! 🏏#AsiaCup2022 #MominSaqib #ViratKohli #Kohli #INDvsPAK2022 #PakvInd #Dubai #UAE @DubaiStadium @ICCAcademy pic.twitter.com/gx8dDalHdv
এবার সেই দুবাইয়েই এশিয়া কাপের (Asia Cup) ম্যাচে ভারতের কাছে পাকিস্তানের হারের পরে ফের দেখা গেল মোমিনকে। এবার অবশ্য সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন তিনি। ম্যাচের শেষে বাউন্ডারি লাইনের ধারে বিরাট কোহলি ও হার্দিক পাণ্ড্যর সঙ্গে দেখা করেন মোমিন। তিনি অভিনন্দন জানান দুই ভারতীয় তারকাকে। সেই সঙ্গে এও জানিয়ে রাখেন যে, ফাইনালে আবার দেখা হবে।
কোহলি ও হার্দিকের সঙ্গে দেখা করার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মোমিন। কোহলির সঙ্গে সাক্ষাতের ভিডিওটির ক্যাপশনে মোমিন লেখেন, ‘একজন মহান খেলোয়াড় ও ভীষণ ভদ্র ব্যক্তিত্ব। এক এবং অদ্বিতীয় বিরাট কোহলি। ওঁকে ফর্মে ফিরতে দেখে ভালো লাগছে। কী দুর্দান্ত ম্যাচ খেলা হল। ফাইনালে দেখা হবে।’
জানা গিয়েছে, কোহলির সঙ্গে মোমিনের পঞ্জাবি ভাষায় কথা হয়। বিরাট মোমিনকে বলেন, তোমাকে দেখে ভাল লাগছে।
আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাচ্ছেন, হার্দিক যেন ধোনির প্রতিচ্ছবি