Sachin on Arshdeep: ব্যক্তিগত আক্রমণ বন্ধ করুন, অর্শদীপের পাশে দাঁড়িয়ে জোরাল বার্তা সচিনের
Team India: তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছে ভারতীয় দল। তাঁকে আগলে রাখার চেষ্টা করছেন প্রাক্তন ক্রিকেটারেরাও। সচিন তেন্ডুলকরও অর্শদীপকে সান্ত্বনা দিয়েছেন।
![Sachin on Arshdeep: ব্যক্তিগত আক্রমণ বন্ধ করুন, অর্শদীপের পাশে দাঁড়িয়ে জোরাল বার্তা সচিনের Asia Cup 2022: Sachin Tendulkar backs Arshdeep Singh, urges people not to attack personally Sachin on Arshdeep: ব্যক্তিগত আক্রমণ বন্ধ করুন, অর্শদীপের পাশে দাঁড়িয়ে জোরাল বার্তা সচিনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/06/9b073258f4786501d7314b6cc12f8c63166247160681550_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: একটা ক্যাচ ফেলে দেওয়ায় রাতারাতি খলনায়ক হয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তীব্র কটূক্তির শিকার হয়েছেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হারের নেপথ্যে অনেকেই অর্শদীপের সুযোগ নষ্ট করাকে দায়ী করছেন।
পাশে কিংবদন্তি
তবে তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছে ভারতীয় দল। তাঁকে আগলে রাখার চেষ্টা করছেন প্রাক্তন ক্রিকেটারেরাও। সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar) অর্শদীপকে সান্ত্বনা দিয়েছেন। উৎসাহও দিয়েছেন। সেই সঙ্গে সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন মাস্টার ব্লাস্টার।
সচিন ট্যুইটারে লিখেছেন, 'দেশের প্রতিনিধিত্ব করা প্রত্যেক অ্যাথলিট মাঠে নিজের সেরাটা দেয়। দেশের জন্য সবসময় নিজেকে নিংড়ে দেয়। ওদের প্রয়োজন আমাদের দিক থেকে অগাধ সমর্থন। মনে রাখবেন, খেলার মাঠে কোনওদিন জিতবেন, কোনওদিন হারবেন। কিন্তু ক্রিকেট বা অন্য যে কোনও খেলাকে ব্যক্তিগত আক্রমণের জায়গা বানাবেন না। অর্শদীপ, আরও পরিশ্রম করে যাও'।
Every athlete representing the country gives their best and plays for the nation always. They need our constant support & remember, that in sports you win some & you lose some. Let's keep cricket or any other sport free from personal attacks. @arshdeepsinghh keep working hard..
— Sachin Tendulkar (@sachin_rt) September 6, 2022
চলতি এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারত ও পাকিস্তান (IND vs PAK) মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে পাকিস্তান পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নেয়। ম্যাচের ভীষণ গুরুত্বপূর্ণ সময়ে অর্শদীপ সিংহ (Arshdeep Singh) এক সহজ ক্যাচ ফেলে দেন। জীবনদান পেয়ে আসিফ আলি ১৬ রানের আগ্রাসী ইনিংস খেলে পাকিস্তানের জয় সুনিশ্চিত করেন। এর পরেই ক্যাচ ফেলার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার শিকার হন অর্শদীপ সিংহ।
কী বলছেন অর্শদীপের বাবা-মা?
কটূক্তি থেকে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা, বাদ যায়নি কিছুই। এমন ব্যবহার যে কাউকেই গভীরভাবে আঘাত করতে পারে। তবে অর্শদীপের পরিবার গোটা ঘটনার মধ্যে থেকেই ইতিবাচক দিক খুঁজে বের করার পক্ষে। তাঁর বাবা এক সাক্ষাৎকারে বলেছেন, 'ভারত-পাকিস্তানের ম্যাচে সবসময়ই টানটান উত্তেজনা থাকে। দুই দেশের সমর্থকরা কেউই চায় না তাদের দল এই ম্যাচ হারুক। তবে দিনের শেষে একটি দলই তো ম্যাচ জিততে পারে। যে দল হারে, সেই দলে অবশ্যই কিছু না কিছু না ত্রুটি থাকে। যেহেতু এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে এত আবেগ, উন্মাদনা কাজ করে, তাই হারলে অনেক সময়ই অনেকে অনেক কিছু বলে ফেলে। তা আমরা বেশি গায়ে মাখছি না। এটাকে ইতিবাচক হিসাবেই নিচ্ছি।'
অর্শদীপের মায়ের গলায়ও প্রায় একই সুর। 'প্রথম দুই ম্যাচে তো ভালই খেলেছিল। তৃতীয় ম্যাচেও ঠিকঠাকই খেলছিল। কিন্তু দিনের শেষে একটা ছোট্ট ভুল করেছে। সেটা তো যে কেউই করতে পারে। লোকে তো কথা বলবেই। কিন্তু কেউ যদি ওকে (অর্শদীপ) রেগে গিয়ে কিছু বলে, তাহলে তো এটা মানতেই হবে যে ওরা ওকে ভালওবাসে। এমনি এমনি তো কেউ কাউকে কিছু বলে না। দেখা যাক সামনে কী হয়।' মতামত ভারতীয় তরুণ ফাস্ট বোলারের মায়ের। প্রসঙ্গত, অর্শদীপের পাশে যে গোটা ভারতীয় দল রয়েছে, তা ম্যাচের পরেই কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন বিরাট কোহলি।
আরও পড়ুন: থামল 'মিস্টার আইপিএল'-এর বর্ণময় কেরিয়ার, সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)