(Source: Poll of Polls)
Asia Cup 2022: ড্রেসিংরুম থেকে সাঙ্কেতিক বার্তা, শ্রীলঙ্কার কৌশল নিলে সোশ্যাল মিডিয়া সরগরম
SL vs Bang: রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জিতে সুপার ফোরে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কা। আর এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু ছবি।
দুবাই: কখনও পাশাপাশি রাখা সাদা কাগজের কাট আউটে লেখা '2 D'। কখনও আবার 'D 5'। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এরকমই কিছু ছবি।
বৃহস্পতিবার এশিয়া কাপের (Asia Cup) মরণবাঁচন ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। যে ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জিতে সুপার ফোরে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কা। আর এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু ছবি।
সেই ছবিতে দেখা যাচ্ছে, শ্রীলঙ্কার ড্রেসিংরুমের টেবিলে বড় বড় কাট আউট পাশাপাশি রাখা। তার কোনওটায় লেখা টু ডি, কোনওটায় ডি ফাইভ। বোঝাই যাচ্ছে যে, সাঙ্কেতিক ভাষায় আসলে মাঠে নির্দেশ পাঠাচ্ছিলেন শ্রীলঙ্কার কোচ ও সহকারী কোচেরা।
এখানেই উঠছে প্রশ্ন। অনেকেই বলাবলি করছেন, ড্রেসিংরুম থেকে যদি সমানে বার্তা পাঠাতে হয়, তাহলে মাঠে অধিনায়কের ভূমিকাটা ঠিক কী। কেনই বা দলের বৈঠকে কোন পরিস্থিতিতে কী করতে হবে, তা স্পষ্ট আলোচনা না করে এভাবে ম্যাচ চলাকালীন সাঙ্কেতিক ভাষা ব্যবহার করা হচ্ছে। অনেকে এ-ও বলছেন যে, ইয়ারফোন মারফত হ্যান্সি ক্রোনিয়েকে বার্তা পাঠিয়ে একসময় তোলপাড় ফেলে দিয়েছিলেন বব উলমার। প্রয়াত কোচকে সেই সময় এরকম কৌশল নিতে নিষেধ করেছিল আইসিসি। কেন তাহলে এখন আইসিসি কঠোর হচ্ছে না? কারণ এটাও তো এক ধরনের নিয়ম বহির্ভূতভাবে খেলায় প্রভাব বিস্তার করা চেষ্টা। আপাতত সোশ্যাল মিডিয়া এই নিয়েই সরগরম।
If signals are sent from the dressing room, then what is the role of a captain in the field ? Cricket is not football. @OfficialSLC https://t.co/HOC7PgleBq
— Md Sahid Mondal (@imdsahidmondal) September 1, 2022
সুপার ফোরে আয়োজকরা
এশিয়া কাপের (Asia Cup) আয়োজক দেশ তারা। টুর্নামেন্ট হওয়ার কথা ছিল তাদের দেশেই। কিন্তু শ্রীলঙ্কার অশান্ত পরিস্থিতির জন্য টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয় মরুদেশে।
নাটকীয় পরিস্থিতিতে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিল শ্রীলঙ্কা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ। পরপর দুই ম্যাচ হেরে খালি হাতে দেশে ফিরছেন শাকিব আল হাসানরা। আফগানিস্তানের পর গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা। তবে আয়োজক দেশ হওয়ায় পয়েন্ট কম থাকলেও গ্রুপ শীর্ষে থেকে সুপার ফোরে গেল শ্রীলঙ্কা।
দুই দলের কাছেই ছিল মরণ-বাঁচন পরিস্থিতি। প্রথম ম্যাচে দুই দলই আফগানিস্তানের কাছে হেরেছে। এশিয়া কাপের সুপার ফোরে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে মহম্মদ নবির আফগানিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে যারা জিতবে, তারাই দ্বিতীয় দল হিসাবে পৌঁছে যাবে সুপার ফোরে। পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।
আর সেই পরিস্থিতিতে প্রথমে ব্যাট করে বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বড় রান তুলেছিল বাংলাদেশ (Bangladesh vs SL)। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ১৮৩/৭। ম্যাচ জিততে শ্রীলঙ্কাকে তুলতে হতো ১৮৪ রান। ৪ বল বাকি থাকতে লক্ষ্যভেদ করল শ্রীলঙ্কা।
আরও পড়ুন: বিশ্বের যে কোনও দলকে ধ্বংস করতে পারে, সতীর্থকে মাঠেই কুর্নিশ কোহলির