Asia Cup 2022: শততম টি-টোয়েন্টি খেলতে নামা বিরাট কোহলিকে শুভেচ্ছায় ভাসালেন ভারতীয় সতীর্থরা
Virat Kohli Record: প্রথম ভারতীয় এবং বিশ্ব ক্রিকেটে মাত্র দ্বিতীয় ক্রিকেটার (রস টেলর প্রথম) হিসাবে তিন ফর্ম্যাটেই ১০০ বা তার বেশি ম্যাচ খেলে ফেলবেন কোহলি।
দুবাই: এশিয়া কাপের (Asia Cup 2022) দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে আজই মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (India vs Pakistan)। ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ বহুদিন ধরেই চড়তে শুরু করেছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন দুই দলের সমর্থকরা। এই ম্যাচে অবশ্য সবথেকে বেশি নজর একজনের দিকেই। তিনি বিরাট কোহলি। প্রায় এক মাস বাদে জাতীয় দলে প্রত্যাবর্তন করছেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচেই সেঞ্চুরি হাঁকাতে চলেছেন তিনি।
ভারতীয় হিসাবে অনন্য রেকর্ড
ব্যাট হাতে প্রায় তিন বছর হতে চলল কোহলির ব্যাটে শতরান নেই। সমালোচনার ঝড় বয়ে গিয়েছে প্রাক্তন ভারতীয় তারকার ফর্মকে কেন্দ্র করে। অনেকে মনে করছেন কোহলির যা ফর্ম, তাতে তাঁর দলে জায়গা পাওয়া আর আগের মতো নিশ্চিত নয়। তবে পাকিস্তানের বিরুদ্ধেই আসতে চলেছে কোহলির সেঞ্চুরি। অবশ্য ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকাবেন কি না, তা সময়ই বলবে। কোহলি সেঞ্চুরি হাঁকাচ্ছেন ম্যাচের নিরিখে। পাকিস্তানের বিরুদ্ধেই কোহলি নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচ (Virat Kohli 100th T20I) খেলবেন। তিনি মাঠে নামলেই ভারতীয় হিসাবে গড়ে ফেলবেন এক অনন্য রেকর্ড। প্রথম ভারতীয় এবং বিশ্ব ক্রিকেটে মাত্র দ্বিতীয় ক্রিকেটার (রস টেলর প্রথম) হিসাবে তিন ফর্ম্যাটেই ১০০ বা তার বেশি ম্যাচ খেলে ফেলবেন কোহলি।
রোহিত-রাহুলের শুভেচ্ছা
এই ম্যাচের আগে কোহলিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, সহ-অধিনায়ক কেএল রাহুলরা। রোহিত এক সাক্ষাৎকারে কোহলিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, 'ভারতের হয়ে তিন ফর্ম্যাটেই ১০০ ম্যাচ খেলা একেবারেই সহজ নয়। আমি সবার প্রথমেই এর জন্য ওকে শুভেচ্ছা জানাতে চাই। এটা দারুণ এক কৃতিত্ব। ওর খেলা সবসময়ই বাকিদের থেকে আলাদা স্তরের হয় এবং আমি আশা করছি এশিয়া কাপেও তার অন্যথা হবে না। আশা করছি দলের সুবিধার্থেই ও নিজের সেরা ফর্মে থাকবে।'
Wishes galore for @imVkohli ahead of his 100th T20I for #TeamIndia.
— BCCI (@BCCI) August 28, 2022
Listen in to what the team members have to say on his milestone game.#AsiaCup2022 #INDvPAK pic.twitter.com/uWloBWzBxI
ভারতীয় দলের সহ-অধিনায়ক কেএল রাহুল বলেন, 'প্রথম ভারতীয় হিসেবে এই মাইলফলক স্পর্শ করতে চলেছেন বিরাট। দীর্ঘদিন ওঁ আমাদের নেতা ছিল। আজ আমরা যেখানে রয়েছি, এই তরুণ দলকে সেখানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ওঁর অবদান অনস্বীকার্য। আমাদের সামনে প্রমাণ করে দিয়েছে যে সবসময়ই নিজের খেলায় আরও উন্নতি করা সম্ভব। প্রমাণ করেছে যে ফিটনেসটা বাড়িয়ে নিজেদের খেলা একেবারে পরের স্তরে নিয়ে যাওয়া সম্ভব।' মঞ্চ প্রস্তুত, সমর্থকদের উত্তেজনা তুঙ্গে, রয়েছে সতীর্থদের শুভেচ্ছাবার্তাও। এবার খালি বিরাট মাঠে কেমন পারফর্ম করেন, সবার নজর সেইদিকেই।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন বাবররা, কিন্তু কেন?