Asia Cup 2025: অনবদ্য হরমনপ্রীত, অধিনায়কের দাপটে জাপানকে হারিয়ে এশিয়া কাপের শেষ চারে পৌঁছল ভারতীয় দল
Indian Hockey Team: ম্যাচের একেবারে প্রথমেই জোড়া গোল করে এগিয়ে গিয়েছিল ভারত। প্রথমার্ধ শেষেও ২-০ এগিয়েই ছিলেন হরমনপ্রীতরা।

রাজগীর: গত ম্যাচে হ্যাটট্রিক হাঁকিয়েছিলেন। দলের প্রয়োজন ফের একবার ত্রাতা হয়ে উঠলেন দলের অধিনায়ক। এই ম্য়াচে হ্যাটট্রিক হল না, তবে জোড়া গোল করলেন হরমনপ্রীত সিংহ (Harmanpreet Singh)। তাঁর জোড়া গোলের সুবাদেই ফের একবার এক টানটান ম্যাচ জিতল ভারতীয় হকি দল (Indian Hockey team)। ৩-২ গোলে জাপানকে হারিয়ে এশিয়া কাপের (Men's Hockey Asia Cup) সুপার ফোরে নিজেদের স্থান পাকা করল ভারতীয় দল।
ম্যাচের শুরুতেই জোড়া গোল করে এগিয়ে যায় ভারতীয় দল। প্রথম কোয়ার্টারের পাঁচ মিনিটের মধ্যেই হরমনপ্রীত ও মনদীপ ভারতের হয়ে গোল করেন। চতুর্থ মিনিটে সুখজিৎ বেসলাইনে বল রিসিভ করেন এবং তিনি সেই বল মনদীপের উদ্দেশে বাড়িয়ে দেন। গোলের সামনে নিজের মার্কারকে ঘোল খাইয়ে ফাঁকা গোলে বল জড়িয়ে দেন মনদীপ। ১-০ এগিয়ে যায় ভারত। ঠিক পরের মিনিটেই আসে দ্বিতীয় গোল।
পেনাল্টি কর্নার দুইবার রিটেকের পর তৃতীয় বারে ড্রাগফ্লিক স্পেশালিস্ট হিসাবে পরিচিত হরমনপ্রীত ফের একবার নিজেকে প্রমাণ। তাঁর জোরাল শট জাপান গোলরক্ষকের পায়ে লেগে গোলে ঢুকে যায়। কোয়ার্টারের শেষের দিকে, ১৩তম মিনিটে জাপানও পেনাল্টি কর্নার পায়। কিন্তু তা থেকে লাভের লাভ কিছু করতে পারেনি জাপানের দল।
দ্বিতীয়া কোয়ার্টারে জাপান নিজেদের খেলার উন্নতি করে। বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করে তারা। ম্যাচের ২৪তম মিনিটে তো পেনাল্টি কর্নার থেকে জাপান প্রায় গোল পেয়েই যাবে ভেবেছিল। তবে জার্মানপ্রীত গোললাইনে বল আটকে দিয়ে তা ক্লিয়ার করেন। রিটেকে সহজেই আটকে দেয় ভারত। কোয়ার্টারের শেষের দিকে ভারতও পেনাল্টি কর্নার পায়। তবে অমিত রোহিদাস তা থেকে গোল করতে ব্যর্থ হন। লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে ভারত।
তৃতীয় কোয়ার্টারে জাপান তাদের কাঙ্খিত গোলটি পায়। ৩৮তম মিনিটে কোসেই কাওয়াবে জাপানের হয়ে গোল করেন। ম্যাচে সমতা ফেরানোর লক্ষ্যে জাপান মরিয়া হয়ে ঝাঁপায়। তবে ভারত ম্যাচে ফেরে। তৃতীয় কোয়ার্টারের শেষ লগ্নে হরমনপ্রীত পেনাল্টি কর্নার থেকে ভারতকে ফের একবার দুই গোলের লিড এনে দেন। চতুর্থ কোয়ার্টারের শুরুতেই জাপান পেনাল্টি কর্নার পায়। তবে সেই সুযোগ থেকে গোল আসেনি, সৌজন্যে ভারতের গোলরক্ষক সূরজ কারকেরা। তিনি দুরন্তভাবে জোড়া সেভ করেন। ভারতের হয়ে অভিষেক গোল করার আরও একটি বড় সুযোগ পান, সেটা থেকে অবশ্য গোল আসেনি। বরং ৫৯ মিনিটে কোসেই জাপানের হয়ে দ্বিতীয় গোল করেন।
ম্যাচের শেষবেলায় অধিনায়ক হরমনপ্রীত হলুদ কার্ড দেখায় ভারতীয় দল শেষ মুহূর্তে ১০ জন নিয়ে খেলে। তবে শেষমেশ দাঁতে দাঁত চেপে লড়াই করে জয় ছিনিয়ে নেয়।






















