Asia Cup Hockey 2022: লিগে হারের প্রতিশোধ, এশিয়া কাপ হকিতে জাপানকে ২-১ গোলে হারাল ভারত
Asia Cup Hockey 2022: বাঁদিক থেকে দুরন্ত একটা দৌড়ে তিনজন জাপানি ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন এই তরুণ। জাপানের গোলরক্ষক কিছু বুঝেই উঠতে পারেননি।
জাকার্তা: মধুর প্রতিশোধ। এশিয়া কাপ হকিতে জাপানকে ২-১ গোলে হারিয়ে দিল ভারতীয় দল। পুল পর্বের ম্যাচে এই জাপানের বিরুদ্ধেই ২-৫ হারতে হয়েছিল ভারতকে। তবে সুপার ফোরে নিজেদের প্রথম ম্য়াচে সেই জাপানের বিরুদ্ধে আর কোনও ভুল করেনি টিম ইন্ডিয়া। জয় ছিনিয়ে নিল তারা।
ম্যাচের শুরুতেই গোল ভারতের
এদিন প্রথম কোয়াটারে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন মনজিত। বাঁদিক থেকে দুরন্ত একটা দৌড়ে তিনজন জাপানি ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন এই তরুণ। জাপানের গোলরক্ষক কিছু বুঝেই উঠতে পারেননি। এরপর প্রথমার্ধে আর কোনও দল গোল পায়নি।
গোলশোধ জাপানের, পাল্টা ভারতের
দ্বিতীয়ার্ধে পেনাল্টি কর্নার পেয়ে সেখান থেকে গোলশোধ করে জাপান। তাদের হয়ে দলকে সমতায় ফেরান তাকুমা নিওয়া। কার্তি, রাজকুমার, নিলাম, সেশে, বিষ্ণুকান্ত প্রত্য়েকেই এরপর আরও আক্রমণাত্মক হয়ে যায়। খেলার তৃতীয় কোয়ার্টারের ৩৪ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দেন পবন রাজভর। বাঁদিক থেকে উত্তম সিংহের দুর্দান্ত দৌড় বল নিয়ে। এরপর তিনি পাস বাড়িয়ে দেন পবনের দিকে। সেখান থেকে গোল করতে কোনও ভুল করেননি তিনি। এরপর জাপান আর চেষ্টা করেও গোলশোধ করতে পারেনি। ভারতের পরবর্তী প্রতিপক্ষ মালয়েশিয়া।
ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বড় জয় এসেছিল ভারতের
এর আগে এশিয়া কাপ হকিতে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বিশাল বড় জয় এসেছিল ভারতের। আর সেই সঙ্গেই সুপার ফোরে জায়গা করে নিয়েছিল বীরেন্দ্র লাকরার দল। ১৬-০ ব্যবধানে দুর্দান্ত জয় টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের। আর সেই সঙ্গেই নক আউটে জায়গা করে নিয়েছিল ভারতীয় হকি দল। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১-১ ব্যবধানে ড্র করেছিল ভারত। পরের ম্যাচে জাপানের বিরুদ্ধে ৫-২ ব্যবধানে হারতে হয়েছিল। অন্যদিকে পাকিস্তান জাপানের বিরুদ্ধে ৩-২ গোলে হেরে গিয়েছিল। তাই এদিনের ম্যাচে ১৫-০ ব্যবধানে জিতলেই একমাত্র নক আউটে জায়গা করে নিতে পারত ভারতীয় হকি দল। সেই লক্ষ্যপূরণ ভারতের।