Asia Cup Hockey: পিছিয়ে পড়েও দুরন্ত মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারতীয় হকি দল
Indian Hockey News: সুপার ফোর পর্বে এটা ভারতের প্রথম জয়। কোরিয়ার বিরুদ্ধে এগিয়ে থেকেও ম্যাচ ২-২ ড্র করার পর ভারতের সামনে মালয়েশিয়াকে হারানো ছাড়া আর কোনও রাস্তা ছিল না।

রাজগীর: বুধবার এগিয়ে থেকেও ড্র করতে হয়েছে কোরিয়ার বিরুদ্ধে। এশিয়া কাপ হকিতে তাই বৃহস্পতিবার বেশ স্নায়ুর চাপ সামলেই মালয়েশিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারত। আর সেই ম্য়াচে মালয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিলেন হরমনপ্রীত সিংহরা।
সুপার ফোর পর্বে এটা ভারতের প্রথম জয়। কোরিয়ার বিরুদ্ধে এগিয়ে থেকেও ম্যাচ ২-২ ড্র করার পর ভারতের সামনে মালয়েশিয়াকে হারানো ছাড়া আর কোনও রাস্তা ছিল না। সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ ভারতীয় হকি দল।
ভারতের হয়ে বৃহস্পতিবার গোলগুলি করলেন মনপ্রীত সিংহ (Manpreet Singh), সুখজিৎ সিংহ (Sukhjeet Singh), শিলানন্দ লাকড়া (Shilanand Lakra) ও বিবেক সাগর প্রসাদ (Vivek Sagar Prasad)। ভারতের জয়ের ফলে সুপার ফোরের লড়াই আরও জমজমাট হয়ে গেল। পাশাপাশি চীন শক্তিশালী কোরিয়াকে ৩-০ হারিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনটা ঘটিয়েছে। শনিবার, ৬ সেপ্টেম্বর সুপার ফোর পর্বের শেষ দিন। সেদিনই নির্ধারিত হয়ে যাবে সুপার ফোর থেকে কোন দুই দল ফাইনালে উঠবে।
বৃহস্পতিবার শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ভারত। তবে দ্বিতীয় কোয়ার্টারে তিন গোল করে ঘুরে দাঁড়ায়। দিনের অন্য ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানের প্লে অফ ম্যাচে খেলার টিকিট পাকা করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার রাজগীরে গ্যালারি ভর্তি দর্শককে চুপ করিয়ে দিয়েছিল মালয়েশিয়া। ম্যাচের প্রথম মিনিটেই মালয়েশিয়াকে এগিয়ে দেল শাফিক হাসান। বাঁদিক থেকে দৌড়ে ভারতীয় রক্ষণকে বারবার চাপে ফেলে দিচ্ছিলেন তিনি। হরমনপ্রীত এদিন নিজের আড়াইশোতম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন। শুরুতেই পিছিয়ে পড়ার পর সতীর্থদের বকাঝকা করতে দেখা যায় তাঁকে।






















