Asia Cup 2023: এশিয়া কাপের আগে বিরাট ধাক্কা নেপালের, অভিযুক্ত ক্রিকেটারকে ছাড়াই যেতে হল পাকিস্তানে
Sandeep Lamichhane: ২৩ বছরের স্পিনারকে নেপাল ক্রিকেটের মুখ মনে করা হয়। নেপালের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলের মতো মেগা ইভেন্টে খেলার সুযোগ পেয়েছিলেন।
কাঠমান্ডু: এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে পাকিস্তানে পৌঁছে গেল নেপাল ক্রিকেট দল। তবে দলের সেরা স্পিনারকে না নিয়েই পাক ভূমে পৌঁছল নেপাল। টুর্নামেন্টে আদৌ তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়েও রয়েছে ধন্দ।
সন্দীপ লামিছানে (Sandeep Lamichhane)। ধর্ষণের অভিযোগ উঠেছিল যাঁর বিরুদ্ধে। একটা সময় দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও খেলেছেন। তবে নেপালের জার্সিতে এশিয়া কাপে তাঁর খেলা নিয়ে গুরুতর প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
আইনি জটিলতা না কাটায় সন্দীপকে ছাড়াই পাকিস্তানে গিয়েছে নেপাল। ২৩ বছরের স্পিনারকে নেপাল ক্রিকেটের মুখ মনে করা হয়। নেপালের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলের মতো মেগা ইভেন্টে খেলার সুযোগ পেয়েছিলেন। সন্দীপকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল।
তবে কেরিয়ারের শুরুতেই বড়সড় ধাক্কা খেয়েছেন সন্দীপ। না, কোনও প্রতিপক্ষ ব্যাটারের হাতে আক্রান্ত হতে হয়নি তাঁকে। বরং তার চেয়েও গুরুতর সমস্যায় জড়িয়েছেন। সন্দীপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। আপাতত আইনি লড়াই লড়তে হচ্ছে তাঁকে। সন্দীপকে দেশ ছেড়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণে তিনি দলের সঙ্গে পাকিস্তানে যেতে পারেননি।
ঘটনাটি গত বছরের অগাস্ট মাসের। ১৭ বছরের এক মহিলা অভিযোগ করেন যে, কাঠমান্ডুর এক হোটেলে তাঁকে ধর্ষণ করেছেন সন্দীপ। যদিও গোটা ঘটনা উড়িয়ে দেন সন্দীপ। নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
নেপাল ক্রিকেট দলের ম্যানেজার প্রদীপ মাজগইয়ান বলেছেন, 'সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগ বিচারাধীন। সেই জন্যই ওঁকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে না। তাছাড়া ওঁর কিছু শারীরিক সমস্যাও রয়েছে।'
সূত্রের খবর, রবিবার আদালতে একটি সওয়াল-জবাব পর্বে অংশ নেবেন সন্দীপ। তারপর দলের সঙ্গে তাঁর যোগ দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
৬ দল নিয়ে এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ অগাস্ট। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। আন্ডারডগ বলা হলেও নেপাল ক্রিকেট দল এই টুর্নামেন্টে ভাল কিছু করে দেখানোর জন্য মরিয়া।
আরও পড়ুন: ৪৯-এই থেমে গেল জীবন, ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হিথ স্ট্রিক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন