Asia Mixed Team Championships 2023: পিছিয়ে পড়েও দুরন্ত জয়ে নতুন ইতিহাস রচনা করল ভারতীয় ব্যাডমিন্টন দল
Asia Mixed Team Championships: প্রথম দুই ম্যাচ হেরে ভারতীয় দল ০-২ পিছিয়ে পড়লেও, ৩-২ হংকংকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল ভারত।
দুবাই: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ভারতীয় ব্যাডমিন্টনের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। গত বছরেই প্রথমবার থমাস কাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছিল ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল। এবার ইতিহাস সৃষ্টি করল ভারতীয় মিক্সড ব্যাডমিন্টন দল (Asia Mixed Team Championships 2023)। হংকংকে হারিয়ে এশিয়া মিক্সড দল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নিজেদের জায়াগা পাকা করেই পদক নিশ্চিত করে ফেললেন ভারতীয় শাটলাররা।
পিছিয়ে পড়েও জয়
টাইয়ের শুরুতেই পরপর দুই ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। প্রথম ম্যাচে ঈশান ভাটনাগর ও তনিশা ক্যাস্ট্রো লড়াই করেও পরাজিত হন। ২৪-২৬, ১৭-২১ স্কোরলাইনে স্ট্রেট গেমে হারে ভারতীয় জুটি। কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী লক্ষ্য সেনের থেকে ভারতীয় দলের প্রচুর আশা ছিল। তবে তিনিও হতাশ করেন। এক ঘণ্টা ১০ মিনিটের ম্যাচে বিশ্বের ১১ নম্বর শাটলার প্রথম গেমে ২২-২০ স্কোরলাইনে জেতেন। তবে কা লং অ্যাঙ্গুস ১৯-২১, ১৮-২১ স্কোরে পরপর দুই গেম জিতে ম্যাচ নিজের নামে করেন
এর ফলে টাইয়ে ২-০ পিছিয়ে পড়তে হয় ভারতীয় দলকে। সেই অবস্থা থেকেই দুরন্তভাবে ম্যাচে ফেরে ভারতীয় শাটলাররা। ধ্রুব কাপিলা ও চিরাগ শেট্টির জুটি প্রথমে নিজেদের ডাবলস ম্যাচ জেতেন। তিন গেমের ম্যাচে দুর্দান্ত লড়াই করে তাঁরা ২০-২২, ২১-১৬, ২১-১১ গেমে ম্যাচ জেতেন। তারপরে ভারতের তারকা শাটলার পিভি সিন্ধুও (PV Sindhu) জয় পেয়ে স্কোর ২-২ করে দেন। দুইবারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু প্রথম গেমে ১৬-২১ স্কোরলাইনে পরাজিত হন। তবে পরের দুই গেমে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দেন সিন্ধু। ২১-৭, ২১-৯ স্কোরলাইনে দুই গেম জিতে ম্যাচ নিজের নামে করেন সিন্ধু।
HISTORY SCRIPTED 🥳🔥
— BAI Media (@BAI_Media) February 17, 2023
1️⃣st time in the history of competition #TeamIndia secures a 🥉 medal and a place in the semifinals 💪
Congratulations team, well done 💯
📸: @badmintonphoto#BAMTC2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/KIRWKLArAd
দুরন্ত টেরেসা-গায়েত্রী
স্কোর ২-২ হওয়ায় শেষ ম্যাচের মাধ্যমেই টাইয়ের ভাগ্য নির্ধারিত হয়। ভারতকে সেমিফাইনালে পৌঁছে দেওয়ার দায়িত্ব এসে পড়ে টেরেসা জলি এবং গায়েত্রী গোপীচন্দের কাঁধে। ভারতকে হতাশ করেননি তাঁরা। মহিলাদের ডাবলসে টেরেসা-গায়েত্রী জুটি ২১-১৩, ২১-১২ স্কোরলাইনে, স্ট্রেট গেমে নিজেদের ম্যাচ জেতেন। প্রসঙ্গত, ভারতীয় দল এর আগে গ্রুপ পর্বে কাজাখস্তান ও আরব আমারশাহিকে হারায় ভারত। শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করে ভারতীয় দল।
আরও পড়ুন: অজি শিবিরে ফের ধাক্কা, দ্বিতীয় টেস্টের মাঝেই ম্যাচ থেকে ছিটকে গেলেন ওয়ার্নার, পরিবর্ত কে ?