Asian Games 2023: টুর্নামেন্টের ইতিহাসে সেরা সাফল্য, হাংঝাউ এশিয়ান গেমসের পদক তালিকায় কত নম্বরে ভারত?
Asian Games Medal Tally: জাকার্তা এশিয়ান গেমসে মোট ১৬টি সোনা, ২৩টি রুপো ও ৩১টি ব্রোঞ্জ জিতেছিল ভারত। তবে এবারের এশিয়ান গেমসে এখনও পর্য়ন্ত ৮২টি পদক জিতে নিয়েছে ভারত।
হাংঝাউ: এশিয়ান গেমসের (Asian Games 2023) ইতিহাসে ভারতের সর্বকালের সেরা সাফল্য। এই প্রতিযোগিতার আসরে ভারতের এখনও পর্যন্ত সেরা সাফল্য ছিল জাকার্তা এশিয়ান গেমসের আসরে। ২০১৮ সালের এই প্রতিযোগিতায় মোট ৭০টি পদক জিতে নিয়েছিল ভারত। সেবার মোট ১৬টি সোনা, ২৩টি রুপো ও ৩১টি ব্রোঞ্জ জিতেছিল ভারত। তবে এবারের এশিয়ান গেমসে এখনও পর্য়ন্ত ৮২টি পদক জিতে নিয়েছে ভারত। যার মধ্যে রয়েছে ১৯টি সোনা, ৩১টি রুপো ও ৩২টি ব্রোঞ্জ পদক। এছাড়া আরও অনেকগুলো ইভেন্টে ইতিমধ্যেই পদক নিশ্চিত করেছে ভারত।
এশিয়ান গেমসের পদক তালিকা (৫ অক্টোবর প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত)
দেশ | সোনা | রুপো | ব্রোঞ্জ | মোট |
চিন | ১৭৪ | ৯৫ | ৫২ | ৩২১ |
জাপান | ৩৭ | ৫১ | ৫৯ | ১৪৭ |
দক্ষিণ কোরিয়া | ৩৩ | ৪৫ | ৭১ | ১৪৯ |
ভারত | ১৯ | ৩১ | ৩২ | ৮২ |
এশিয়ান গেমসে কমপাউন্ড তিরন্দাজি ইভেন্টে সোনা জয় ভারতের। দেশের হয়ে পদক জিতলেন ভেনাম জ্যোথি সুরেখা, স্বামী আদিতি গোপীচাঁদ ও পরনীত কৌর। কমপাউন্ড তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগের ফাইনালে চিনা তাইপের বিরুদ্ধে জয় পেল ভারত। ২৩০-২২৯ ব্য়বধানে জয় ছিনিয়ে নেন জ্যোথি, আদিতিরা। এদিন প্রথম সেটে ৫৪-৫৬ পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। তবে পরের তিনটি সেটে টানা জয় ছিনিয়ে নেন ভারতের মেয়েরা। অল্প ব্যবধান হলেও দ্বিতীয় সেট ৫৮-৫৫ ব্যবধানে জিতে ১ পয়েন্টে এগিয়ে যান আদিতিরা। তৃতীয় সেটে ফের কামব্যাক করে চিনা তাইপে দল। তারা এই সেট জিতে নেন ৬০-৫৯ ব্যবধানে। তবে শেষ সেটে ৫৯-৫৮ ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করেন ভারতের মেয়েরা। এর আগে তিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপেও মহিলাদের দলগত কম্পাউন্ড বিভাগে সোনা জিতেছিলেন ভারতের এই তিনকন্যা। এই জয়ের ফলে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত এবারের এশিয়ান গেমসে মোট ১৯টি সোনা জিতে ফেলল ভারত। পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তারা।
এদিকে, এশিয়ান গেমসের মহিলাদের ব্য়াডমিন্টনের সিঙ্গলসে দৌড় শেষ পি ভি সিন্ধুর। ২ বারের অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় শাটলারকে কোয়ার্টার ফাইনালেই দৌড় শেষ করতে হল। সেমিতে ওঠার লড়াইয়ে তিনি হেরে গেলেন চিনের হে বিংজিয়াওর বিরুদ্ধে। খেলার ফল সিন্ধুর বিপক্ষে ১৬-২১, ১২-২১। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে রানার্স আপ হয়েছিলেন হায়দরাবাদি শাটলার। তবে এবার খালি হাতেই ফিরতে হল তাঁকে। এদিনের খেলায় মোট ৪৭ মিনিটের লড়াই শেষে হার মানেন সিন্ধু। প্রি কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমাকে ২১-১৬, ২১-১৬ ব্যবধানে হারিয়েছিলেন হায়দরাবাদি। চলতি বছরে এখনও পর্য়ন্ত মােট সাতটি টুর্নামেন্টে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছে সিন্ধুকে। এমনকী কোনও খেতাব এই বছর ঘরে তুলতে পারেননি ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার গার্ল।