Asian Games 2023: এশিয়ান গেমসে অপরাজিত ভারতীয় কবাডি দল, এবার ৬৩-২৬ ব্য়বধানে হারাল থাইল্যান্ডকে
Indian Men’s Kabaddi: সেখান থেকে আর হাইফটাইমের পর ঘুরে দাঁড়াতে পারেনি থাইল্যান্ড। ভারতের পরের দুটো প্রতিপক্ষ দল চিনা তাইপেই ও জাপান। শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে এই দুটো ম্যাচে খেলতে নামবে ভারত।
হাংঝৌ: এশিয়ান গেমসের (Asian Games 2023) কবাডিতে এখনও অপরাজিত ভারত (Indian Kabaddi Team)। এবার থাইল্যান্ডের বিরুদ্ধেও জয় ছিনিয়ে নিল পুরুষদের ভারতীয় দল (Indian Team)। পবন সেহরাওয়াতের নেতৃত্বাধীন ভারতীয় দল গ্রুপ এ-তে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখল। প্রায় ৩৭ পয়েন্টের মার্জিন বজায় রেখেছে ভারত। চিনা তাইপেই দলও পরপর ২টো ম্যাচ জিতলেও তাঁদের পয়েন্ট +৩৭। সেখানে ভারতের পয়েন্ট +৭৪। এদিন ম্যাচের শুরুতেই প্রথম মিনিটেই প্রবীন কুমার ও অর্জুন পয়েন্ট এনে দেন। প্রথম পাঁচ মিনিটের মধ্যেই থাইল্যান্ডের সঙ্গে ১১-২ ব্যবধানে এগিয়ে যায় ভারত। একসময় ১৫-৫ ব্য়বধান ছিল ভারতের। এরপর প্রবীন কুমার, সুনীল কুমারদের সৌজন্য হাফটাইমের মধ্যে অনেকটাই ব্যবধান বাড়িয়ে নিতে পারে ভারতীয় কবাডি দল। হাফটাইমে তাদের স্কোর ছিল ৩৭-৯। সেখান থেকে আর হাইফটাইমের পর ঘুরে দাঁড়াতে পারেনি থাইল্যান্ড। ভারতের পরের দুটো প্রতিপক্ষ দল চিনা তাইপেই ও জাপান। শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে এই দুটো ম্যাচে খেলতে নামবে ভারত। আগামী শুক্রবার পুরুষদের কবাডি বিভাগের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
এদিকে, এশিয়ান গেমসে সেরা পদক-সাফল্য ভারতের। ভাঙল আগের রেকর্ড। এর আগে সর্বাধিক ৭০টি পদক জয় করতে পেরেছিল ভারত। এবার সেই রেকর্ড ভেঙে ফেলল ভারত। বুধবার দক্ষিণ কোরিয়ার জুটিকে মিক্সড টিম কম্পাউন্ড ফাইনালে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতে নেন ওজাস প্রবীণ ও জ্যোতি সুরেখা। এই সাফল্যের হাত ধরেই নয়া মাইলফলক।
এর আগে ২০১৮ সালে ভারত ১৬টি সোনা, ২৩টি রুপো ও ৩১টি ব্রোঞ্জ পদক জিতেছিল। আর এবার এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে ঢুকেছে- ১৬টি সোনা, ২৬টি রুপো ও ২৯টি ব্রোঞ্জ পদক। এদিকে একাধিক ইভেন্টে ইতিমধ্যেই বেশ কয়েকটি পদক নিশ্চিত করে রেখেছেন ভারতীয় খেলোয়াড়রা। ফলে, পদক-তালিকা আরও দীর্ঘ হতে চলেছে, একথা বলাইবাহুল্য।
তবে, খেলা-অনুযায়ী পদক তালিকা দেখলে, এশিয়ান গেমসে এখনও পর্যন্ত সবথেকে বেশি সাফল্য পেয়েছে শ্যুটিং ও তিরন্দাজি। শ্যুটিংয়ে, ভারতের ঝুলিতে ঢুকেছে ২২টি পদক। অ্যাথলিটে ইতিমধ্যে ২৩টি পদক এসেছে ভারতে। এই তালিকা আরও দীর্ঘয়িত হওয়ার আশায় রয়েছে দেশবাসী।
আজ দিনের শুরুতেই মিক্সড রেস ওয়াকে ব্রোঞ্জ পদক জিতে নেন মঞ্জু রানি ও রাম বাবু। যার হাত ধরে ২০১৮ সালের জাকার্ত গেমসের পদক-তালিকা স্পর্শ করে ফেলে ভারত। পরে ওজাস দেউতালে ও জ্যোতি সুরেখার সোনা জয়ের হাত ধরে গেমসে পদক তালিকায় নিজস্ব রেকর্ড ভেঙে ফেলে ভারত।