Asian Youth TT Championship: ৩৬ বছর পর এশিয়ান যুব টিটি চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে সোনা দিব্যাংশী ভৌমিকের
Divyanshi Bhowmick: এই চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বাছাই হিসেবে নেমেছিল দিব্যাংশী। আর এই জয়ের সঙ্গে সঙ্গে এবার বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করে ফেলল সে।

তাসখন্ত: এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ১৫ বিভাগে সোনা জিতে নজির গড়ল দিব্যাংশী ভৌমিক। ৩৬ বছরে প্রথমবার এই টুর্নামেন্টে সোনা জিতল কোনও ভারতীয়। ১৪ বছরের কিশোরী হারিয়ে দিল চিনের ঝু কিহিকে। খেলার ফল দিব্যাংশীর পক্ষে ৪-২। চ্যাম্পিয়নশিপে তিনজন চিনের প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছে দিব্যাংশী।
এই চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বাছাই হিসেবে নেমেছিল দিব্যাংশী। আর এই জয়ের সঙ্গে সঙ্গে এবার বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করে ফেলল সে। সেমিফাইনালে অপ্রতিরোধ্য ছিল এই কিশোরী। চিনের লিউ জিলিংকে হারিয়ে দিয়েছিল সাত গেমের লড়াইয়ে সে। চলতি বছর এপ্রলে মহারাষ্ট্রে আয়োজিত টেবিল টেনিস সুপার লিগে সেরা মহিলা টেবিল টেনিস প্লেয়ারের তকমা পেয়েছিল দিব্য়াংশী। উল্লেখ্য, দিব্য়াংশীর আগে ১৯৮৯ সালে নয়াদিল্লিতে আয়োজিত এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে এই সাফল্য অর্জন করেছিলেন সুব্রহ্মণ্যম ভুবনেশ্বরী।
চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বেশ স্বমহিমায় খেলতে দেখা গিয়েছে দিব্য়াংশীকে। খেলার সম্পূর্ণ ফল ১৩-১১, ১১-৮, ৮-১১, ১২-১০, ৯-১১, ১১-৮। অর্থাৎ মাত্র দুটো গেমে হারতে হয়েছিল দিব্যাংশীকে। রোমানিয়াতে আগামী নভেম্বরে আয়োজিত হতে চলেছে বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ। সেখানেও দিব্যাংশীর দিকে নজর থাকবে।
কোর্টে ধাক্কা খেলেন মহম্মদ শামি
দেশের ক্রিকেট তারকা মহম্মদ শামিকে, তাঁর স্ত্রী হাসিন জাহান এবং মেয়ের জন্য ভরণপোষণ বাবদ প্রতি মাসে ৪ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় হাসিন জাহানকে প্রতি মাসে দেড় লক্ষ টাকা এবং তাঁদের মেয়ে আইরার জন্য প্রতি মাসে আড়াই লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। নিম্ন আদালতে ভরণপোষণ চেয়ে হাসিনের দায়ের করা মামলায় নির্দেশিত টাকার পরিমাণে সন্তুষ্ট না হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন হাসিন। সেই মামলাতেই মঙ্গলবার এমন নির্দেশ দিল হাইকোর্ট।
শুধু মাসে চার লক্ষ টাকা করে দিলেই হবে না, কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী, সাত বছর ধরে (২০১৮ সালে হয়েছিল মামলা) চলছে এই মামলা এবং সেই অনুপাতে সাত বছর মাসিক ৪ লক্ষ টাকা করে হিসেবে বকেয়া টাকাও পরিশোধ করতে হবে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা তারকাকে। এর জন্য ৬ মাস সময় দেওয়া হয়েছে শামিকে।
উল্লেখ্য, চোটের জন্য ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সফরে যাননি শামি। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরেই নেই তিনি। আইপিএলে কয়েকটি ম্য়াচ খেললেও ছন্দে ছিলেন না।






















