এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs AUS, Amitabh Bachchan Comments: ধাক্কা খেলে ঘুরে দাঁড়িয়ে জবাব দিতে হয়, ভারতীয় ক্রিকেট দলের পাশে দাঁড়িয়ে বার্তা অমিতাভের
মানসিকভাবে বিধ্বস্ত ভারতীয় শিবিরকে চাঙ্গা করতে আসরে নামলেন বিগ বি!
মুম্বই: মানসিকভাবে বিধ্বস্ত ভারতীয় শিবিরকে চাঙ্গা করতে আসরে নামলেন বিগ বি!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলকে। টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে শেষ হয়েছে ভারতীয় দলের ইনিংস। যা দেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর। এই হারের পর দেশ জুড়ে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে বিরাট কোহলি সহ গোটা ভারতীয় দলকে। ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে টিম ইন্ডিয়ার একাধিক প্লেয়ারকে। বিরাট কোহলি প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে আসছেন। সন্তান জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে। তাঁকেও হজম করতে হচ্ছে সমালোচনা। এমনকী আক্রমণ করা হচ্ছে প্লেয়ারদের পরিবারের সদস্যদের। ভারতের ব্যর্থতার পর যেমন অনুষ্কাকে বিদ্রুপ করেছে অনেকে। এই পরিস্থিতিতে কিছুটা ভেঙে পড়েছে ভারতীয় দল।
এই খারাপ সময়ে শুধু সমালোচনাই নয়, অনেকেই ভারতীয় দলের পাশে দাঁড়িয়ে আগামী লড়াইতে উৎসাহ জোগানোর চেষ্টাও করছেন। এবার টিম ইন্ডিয়ার শুধু পাশে দাঁড়ানোই নয়, ভারতীয় দলকে কার্যত 'পেপ টক' দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। বরাবরাই ক্রিকেটের খুবই ভক্ত বিগ বি। তাঁকে মাঠে গিয়ে প্রিয় দলের হয়ে গলা ফাটাতেও দেখা গিয়েছে একাধিকবার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইডেনে ভারত-পাকিস্তান মহারণে তিনি জাতীয় সঙ্গীত গেয়েছিলেন। সেই অমিতাভ নজর রাখছেন ভারত-অস্ট্রেলিয়া সিরিজেও। ভারতের হারে হতাশ হলেও, সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়াকে ধাক্কার জবাব কামব্য়াকের মাধ্যমে দেওয়ার নির্দেশ দিয়েছেন অমিতাভ বচ্চন।
সোশ্যাল মিডিয়ায় বলিউড শাহেনশা লিখেছেন, ‘ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট!! দুশ্চিন্তা কোরো না টিম ইন্ডিয়া। নিছক একটা খারাপ দিন। আমরা ঘুরে দাঁড়াতে পারি। আমাদের সবার জীবনেই খারাপ দিন আসে। তবে ধাক্কার জবাব দেওয়া যাবে কামব্যাকেই।’ সোশ্যাল মিডিয়ায় এই বার্তার মাধ্যমেই টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেছেন অমিতাভ বচ্চন। সিরিজের বাকি ম্যাচগুলিতে ভারতীয় দল যে ঘুরে দাঁড়াবে সেই বিষয়েও আত্মবিশ্বাসী বিগ বি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement