T20 World Cup: বৃষ্টি থামলেও মাঠ ভিজে থাকায় ভেস্তে গেল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্য়াচ
Aus vs Eng: টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচও ভেস্তে গেল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটীয় দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হলেন ক্রিকেটপ্রেমীরা।
মেলবোর্ন: বৃষ্টি থামল। কিন্তু মেলবোর্নে (Melbourne) মাঠে এত কাদা যে, পা রাখাই দায়। খেলা জোর করে শুরু করা হলেও ক্রিকেটারদের চোট লেগে যাওয়ার আশঙ্কা ছিল পুরোমাত্রায়। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচও ভেস্তে গেল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটীয় দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হলেন ক্রিকেটপ্রেমীরা।
টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই মেলবোর্নে বৃষ্টির পূর্বাভাস ছিল। শুক্রবার বৃষ্টিতে দুটি ম্যাচই ভেস্তে গেল। দুই ম্যাচই ছিল মেলবোর্নে। প্রথম ম্য়াচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান-আয়ার্ল্যান্ড। কিন্তু বৃষ্টিতে সেই ম্যাচ ভেস্তে যায়। দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নিতে বাধ্য হয়।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। বৃষ্টি থেমে গেলেও মাঠ ভিজে ছিল। আম্পায়াররা পর্যবেক্ষণের পর জানান, মাঠ খেলার জন্য নিরাপদ নয়। বড়সড় চোট লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে ক্রিকেটারদের।
ম্যাচ ভেস্তে যেতে দৃশ্যতই হতাশ দুই শিবির। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, 'গত কয়েক সপ্তাহ ধরে মেলবোর্নের মাঠ এত ভিজেছে যে, আমি কোনওদিন এত কাদা দেখিনি। বোলারদের রান আপের জায়গা ও ৩০ গজের বৃত্ত ভীষণ, ভীষণ ভিজে ছিল। ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবেই ম্যাচ বাতিল করতে হয়েছে। জিম্বাবোয়ের এক ক্রিকেটারকে চোট পেতে দেখেছিলাম। বিশেষ করে রান আউট করার চেষ্টা করলে চোট লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে। মাঠে নামতে না পেরে ভীষণ হতাশ লাগছে কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে।'
Rain failed to stay away from the Melbourne Cricket Ground, leading to #AUSvENG being abandoned ⛈️#T20WorldCup https://t.co/yi10RxFID8
— T20 World Cup (@T20WorldCup) October 28, 2022
সুপার ১২-র প্রথম ম্যাচে ইংল্য়ান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল আফগানিস্তানকে। তার পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানদের ম্যাচ বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছিল। আফগানদের বৃষ্টি ভাগ্য বদলাল না। আজ, আয়ার্ল্যান্ডের (AFG vs IRE) বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল রশিদ খানদের।
তবে এই ম্যাচেও একটি বলও খেলা হল না। বৃষ্টির জেরে ভেস্তে গেল ম্যাচ। ফলে আয়ার্ল্যান্ড ও আফগানিস্তানকে এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল। আপাতত গ্রুপ ১-র শেষ স্থানে রয়েছে আফগানিস্তান। তাদের সংগ্রহে দুই পয়েন্ট। আয়ার্ল্যান্ড তিন পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। নিউজিল্যান্ডের দখলেও তিন পয়েন্ট। তবে কিউয়িদের নেট রান রেট বেশি ভাল হওয়ায় তারা আপাতত গ্রুপ শীর্ষে।