এক্সপ্লোর
জোফ্রা আর্চারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, ওল্ড ট্র্যাফোর্ড থেকে বের করে দেওয়া হল অস্ট্রেলিয়ার ২ সমর্থককে
ফিল্ডিং করার সময় ওই দুই দর্শকের মন্তব্য আর্চারের কানে যায়। তবে তিনি নিজেকে শান্ত রাখেন।

ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলায় অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম দিন ওল্ড ট্র্যাফোর্ড থেকে বের করে দেওয়া হল অস্ট্রেলিয়ার দুই সমর্থককে। গতকাল আর্চার যখন ফিল্ডিং করছিলেন, তখন বাউন্ডারি লাইনের কাছে বসে থাকা ওই দুই দর্শকে বলেন, ‘জোফ্রা, তোমার পাসপোর্ট দেখাও।’ এরপরেই তাঁদের বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ করেন অন্যান্য দর্শকরা। এই অভিযোগ পেয়ে ওই দুই দর্শককে বের করে দেন নিরাপত্তারক্ষীরা। গতকাল বৃষ্টির জন্য মাত্র ৪৪ ওভার খেলা হয়। আর্চার ১০ ওভার বল করলেও, কোনও উইকেট পাননি। ইংল্যান্ড শিবির সূত্রে খবর, ফিল্ডিং করার সময় ওই দুই দর্শকের মন্তব্য আর্চারের কানে যায়। তবে তিনি নিজেকে শান্ত রাখেন। পাল্টা কোনও মন্তব্য করেননি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















