Australian Open 2025: পেশির চোটে স্বপ্নভঙ্গ জকোভিচের, ওয়াক ওভার পেয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জেভরেভ
Novak Djokovic: প্রথম সেটের পরই ওয়াক ওভার পেয়ে গেলেন আলেকজান্ডার জেভরেভ। বাঁ পায়ে মোটা স্ট্র্যাপ লাগিয়ে ম্য়াচে নেমেছিলেন। ভেবেছিলেন এই লড়াইও উতরে যাবেন।

মেলবোর্ন: স্বপ্নভঙ্গ নোভাক জকোভিচের (Novak Djokovic)। কার্লেস আলকারাজকে তিনি হারিয়ে দেওয়ার পর অনেকেই ভেবেছিলেন যে অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচই এবার চ্যাম্পিয়ন হবেন। কিন্তু পেশির চোট বাধা হয়ে দাঁড়াল। সেমিফাইনালে পুরো ম্য়াচ খেলতেই পারলেন না। প্রথম সেটের পরই ওয়াক ওভার পেয়ে গেলেন আলেকজান্ডার জেভরেভ। বাঁ পায়ে মোটা স্ট্র্যাপ লাগিয়ে ম্য়াচে নেমেছিলেন। ভেবেছিলেন এই লড়াইও উতরে যাবেন। কিন্তু পারলেন না শরীরের কাছে। ৭(৭)-৫(৫) ব্যবধানে প্রথম সেট জিতেছিল জেভরেভ। এরপর নিজের অস্বস্তির কথা ভেবে ম্য়াচ থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জকোভিচ।
কেরিয়ারের ২৫ তম গ্র্যান্ডস্লাম জয়ের সুবর্ণ সুযোগ ছিল জোকারের সামনে। কিন্তু প্রথম সেটে খেলার সময়ই একটু ব্যথা অনুভব করছিলেন সার্বিয়ান কিংবদন্তি টেনিস তারকা। যার জন্যই শেষ পর্যন্ত ম্য়াচ ছাড়তে বাধ্য হন তিনি। প্রথম সেটে দুই টেনিস তারকার মধ্যে ৯০ মিনিটের লড়াই হয়। শেষ পাঁচটি গ্র্যান্ডস্লাম জিততে পারেননি জোকার। ম্য়াচে ওয়াক ওভার পাওয়ার পর জেভরেভ বলেন, ''নোভাক জকোভিচ এমন একজন টেনিস প্লেয়ার, যিনি গত ২০ বছর ধরে এই খেলাটার জন্য জীবনের সবকিছু দিয়েছেন। এর আগেও তলপেটের ব্যথা নিয়ে, বা পেশির ব্যথা নিয়েও টুর্নামেন্টে জিতেছেন জোকার। তাই যদি সে সত্যিই কোনও ম্য়াচে আর খেলতে না পারেন। তার মানে বুঝতে হবে, কতটা ব্যথা নিয়ে খেলছিলেন তিনি। সত্যিই হয়ত তাঁর পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হত না আর।''
View this post on Instagram
অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই এক বক্তব্যে বিতর্কে জড়িয়েছিলেন নোভাক। তৎকালীন বিশ্বের এক নম্বর পুরুষ সিঙ্গেলস টেনিস তারকা জকোভিচ করোনার টিকা না নেওয়ার পক্ষেই ছিলেন। বারংবার তাঁকে বলা সত্ত্বেও নিজের সিদ্ধান্ত অনড় সার্বিয়ান বছরের প্রথম স্ল্যাম খেলতে অজ়িভূমে পদার্পন করেন। তবে চূড়ান্ত নাটকীয়তার মধ্যে দিয়ে তাঁকে অস্ট্রেলিয়ান সরকারের কড়া নিয়মের জেরে দেশে ফেরত পাঠানো হয়।
জকোভিচের দাবি অনুযায়ী তাঁকে দেশে ফেরত পাঠানোর আগে বিষাক্ত কিছু একটা খাওয়ানো হয়েছিল। সার্বিয়ান কিংবদন্তি বলেন, 'আমার কিছু শারীরিক সমস্যা ছিল। মেলবোর্নের হোটেলেই আমি সেটা বুঝতে পেরেছিলাম। আমায় বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছিল। সার্বিয়ায় ফেরত আসার পর আমি অনেক কিছু জানতে পেরেছিলাম। এর আগে আমি এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলিনি। তবে পরীক্ষা করে দেখা যায় আমার শরীরে মাত্রাতিরিক্ত সিসা ও পারদ পাওয়া যায়।'






















