এক্সপ্লোর
Advertisement
‘অ্যায় কোহলি, চৌকা মার না, ক্যায়া কর রহা হ্যায়,’ লকডাউনে ঘরে বসেই উৎসাহ দিচ্ছেন অনুষ্কা
করোনার প্রকোপে আইপিএল স্থগিত হয়ে গিয়েছে। বন্ধ সব ধরনের খেলা। বিরাট তাই বাড়িতেই সময় কাটাতে বাধ্য হচ্ছেন।
মুম্বই: বাইশ গজে ব্যাট হাতে নামলে তাঁকে প্রায়ই গ্যালারি থেকে শুনতে হয়, ‘উই ওয়ান্ট ফোর’ বা ‘উই ওয়ান্ট সিক্সার’। হবে নাই বা কেন! তিনি যে দলের প্রধান ভরসা। ব্যাটিংয়ের স্তম্ভ। তাঁর ব্যাটিং দেখতেই মাঠ ভরিয়ে ফেলেন দর্শকেরা। বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসাবে তাঁকে মেনে নিয়েছেন বিশেষজ্ঞ ও ক্রিকেট বোদ্ধারাও।
সেই বিরাট কোহলি আপাতত স্বেচ্ছায় গৃহবন্দি। করোনার প্রকোপে আইপিএল স্থগিত হয়ে গিয়েছে। বন্ধ সব ধরনের খেলা। বিরাট তাই বাড়িতেই সময় কাটাতে বাধ্য হচ্ছেন। তাই বলে ‘কিংগ কোহলি’ মাঠের অনুভূতি থেকে বঞ্চিত হবেন? অনুষ্কা শর্মা অন্তত একেবারেই তা চান না। তাই স্বামীকে মাঠের অনুভূতি দিতে ঘরের বিছানায় বসেই অভিনেত্রী চিৎকার করে উঠলেন, ‘কোহলি, অ্যায় কোহলি, কোহলি, চৌকা মার না, চৌকা। ক্যায়া কর রহা হ্যায়। অ্যায় চৌকা মার।’
পরে নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে লেখেন, ‘আমার মনে হয়েছে মাঠের অভাব ও টের পাচ্ছে। সমর্থকদের প্রচুর ভালবাসার পাশাপাশি এরকম ভক্তদেরও নিশ্চয়ই মিস করছে ও। তাই আমিই ওকে সেই অভিজ্ঞতা দিলাম।’ কোহলিকে ভিডিওতে দেখা গিয়েছে একবার অনুষ্কার দিকে চেয়ে দেখতে। ভিডিওটি ইতিমধ্যেই বিরাট-ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement