এক্সপ্লোর
পাকিস্তানে আন্তর্জাতিক প্রতিযোগিতা বয়কট ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের
নয়াদিল্লি: পাকিস্তান ইন্টারন্যাশনাল সিরিজ বয়কট করছে ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন (বাই)। ইসলমাবাদে ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে কূটনৈতিক স্তরে পাকিস্তানের প্রতি আক্রমণাত্মক নীতি নিয়েছে তাকে সমর্থন জানিয়ে পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাই।
শনিবার বাই-এর সভাপতি ড. অখিলেশ দাশগুপ্ত বলেছেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে সমর্থন করছে বাই। এই সংস্থার সব সদস্য এবং ভারতীয় ব্যাডমিন্টন মহল সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন। আমরা দেশের নাগরিকদের আবেগকে সম্মান জানাচ্ছি। সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারতের কোনও খেলোয়াড় পাকিস্তানে খেলতে যাবেন না।’
উরি হামলার পরেই বিসিসিআই জানিয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রশ্নই নেই। এমনকী, আইসিসি প্রতিযোগিতাতেও যাতে ভারত-পাকিস্তানকে এক গ্রুপে না রাখা হয়, সেই অনুরোধ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার সেই পথে হেঁটে ব্যাডমিন্টন সংস্থাও পাকিস্তানকে বয়কট করছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement