Bajrang Punia Suspended: নাডার পর এবার বিশ্ব কুস্তি সংস্থার তরফেও নির্বাসিত বজরং পুনিয়া
Bajrang Punia: নির্বাসনের বিষয়ে বিশ্ব কুস্তি সংস্থার তরফে তাঁকে কিছুই জানানো হয়নি বলে দাবি বজরং পুনিয়ার।
নয়াদিল্লি: দিন তিনেক আগে নাডার তরফে তাঁকে অনির্দিষ্টকালের জন্য় নির্বাসিত করা হয়েছিল। এবার বিশ্ব কুস্তি সংস্থার তরফেও ভারতীয় কুস্তিগিরকে বছরের শেষ পর্যন্ত নির্বাসনে পাঠানো হল।
সোনিপথে ১০ মার্চ নির্বাচনপর্বের সময় নাডাকে নিজের মূত্রের নমুনা দেননি বজরং পুনিয়া। ফলে তাঁকে নাডার তরফে অনির্দিষ্টকালের নির্বাসিত করা হয়েছিল। এপ্রিল ২৩ বের হওয়া এক বিবৃতিতে নাডার তরফে জানানো হয় এই বিষয়ে কোনও সিদ্ধান্তে না পৌঁছনো পর্যন্ত বজরং পুনিয়াকে নির্বাসিত করা হচ্ছে এবং তিনি কোনও ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। এবার নাডার সিদ্ধান্তের পথে হেঁটেই তাঁকে ২০২৪ সালের শেষ পর্যন্ত নির্বাসিত করল বিশ্ব কুস্তি সংস্থা।
টোকিওতে গত বারের অলিম্পিক্সে দেশের হয়ে ব্রোঞ্জ পদক এনেছিলেন বজরং পুনিয়া। এ বারের টুর্নামেন্টেও তাঁর থেকে পদকের প্রত্যাশা ছিলই। কিন্তু এই নির্বাসনের জেরে তিনি যে প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করতে পারবেন না, তা প্রায় নিশ্চিত হয়ে গেল। তবে এই বিষয়ে কুস্তি সংস্থার তরফে তাঁকে কিছুই জানানো হয়নি বলে দাবি বজরং পুনিয়ার। তবে কুস্তি সংস্থার ইন্টারনাল সিস্টেমে কিন্তু স্পষ্টভাবে বজরংকে নির্বাসিত করার কথা লেখা। বজরংয়ের প্রোফাইলে লেখা, 'এই কারণে ৩১ ডিসেম্বর, ২০২৪ সাল পর্যন্ত নির্বাসিত। প্রাথমিকভাবে নাডা ভারতের তরফে অ্যান্টি ডোপিং নিয়ম উলঙ্ঘনের দায়ে নির্বাসিত।'
প্রসঙ্গত, কয়েক মাস আগেই এক ভিডিওতে পুনিয়া অভিযোগ আনেন যে তাঁর নমুনা সংগ্রহের জন্য যে জিনিসপত্র আনা হয়েছে, তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। নাডা আধিকারিককে জানানো সত্ত্বেও তারা এই বিষয়ে কোনও পদক্ষেপই নেননি। তবে নাডার তরফে জানানো হয়েছে পুনিয়াকে আগেভাগেই বলা হয়েছে তিনি নমুনা না দিলে তাঁকে নির্বাসিত করা হবে। তা সত্ত্বেও তিনি নমুনা না দিয়েই নিজের অনুরাগীদের সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান। এরপরেই বজরংকে নির্বাসনের সিদ্ধান্ত নেয় নাডা।
তবে এতশতের মাঝেও সাইয়ের তরফে পুনিয়াকে বিদেশে অনুশীলনে পাঠানোর জন্য় নয় লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মিশন অলিম্পিক্স সেলের ২৫ এপ্রিলের বৈঠকে বজরংয়ের ডাগেস্টান, রাশিয়ায় অনুশীলন করার প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। ২৮ মে থেকে শুরু সেই অনুশীলনের জন্য আট লক্ষ ৮২ হাজার টাকার পাশাপাশি বিমানের ভাড়া বাবদ যত খরচ হবে, তার সবটাই বরাদ্দ করা হয়েছে। সাইয়ের এই ঘটনায় বাকিরা তো বটেই, বজরং নিজেও অবাক। তিনি যে এই মুহূর্তে অনুশীলনের জন্য আর কোথাও যাচ্ছেন না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
বজরং পুনিয়ার নির্বাসন এবং তাঁর অলিম্পিক্সে অংশগ্রহণ, সবটা নিয়ে যে জলঘোলা অব্যাহত, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ গম্ভীর-রিঙ্কুর, কলকাতায় পৌঁছেই দুঃসংবাদ পেলেন রোহিত-হার্দিকরা