Ban vs Afg Match Highlights: তামিম বিতর্ক অতীত, আফগানদের ৬ উইকেটে দুরমুশ করে অভিযান শুরু শাকিবের বাংলাদেশের
ODI World Cup 2023: বিশ্বকাপের মঞ্চে বিতর্কের কোনও রেশ রইল না বাংলাদেশের খেলায়। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে অভিযান শুরু করল শাকিব আল হাসানের দল।
ধর্মশালা: বিশ্বকাপের আগে শোরগোল পড়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেটে (Bangladesh Cricket Team)। তামিম ইকবালকে (Tamim Iqbal) বাদ দেওয়া, বিবৃতি, পাল্টা বিবৃতি, রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন, এই বিতর্কের প্রভাব না বাংলাদেশের বিশ্বকাপ অভিযানকে বিপাকে ফেলে দেয়।
কিন্তু বিশ্বকাপের মঞ্চে বিতর্কের কোনও রেশ রইল না বাংলাদেশের খেলায়। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে অভিযান শুরু করল শাকিব আল হাসানের (Shakib Al Hasan) দল।
ধর্মশালায় ছবির মতো সাজানো হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার মাঠে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তান। সম্প্রতি যে দুই দলের দ্বৈরথ মানেই ধুন্ধুমার ক্রিকেটীয় লড়াইয়ের সাক্ষী থেকেছে বিশ্ব। কিন্তু শনিবারের ম্যাচ হল একপেশে। টস জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন শাকিব। ৩৭.২ ওভারে মাত্র ১৫৬ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান। তাদের শুরুটা খারাপ হয়নি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা রহমানুল্লাহ গুরবাজ় ৪৭ রান করেন। ২২ রান করেন সতীর্থ ওপেনার ইব্রাহিম জাদ্রান। ওপেনিং জুটিতে ৮.২ ওভারে ৪৭ রান যোগ করেন দুজনে।
একটা সময় আফগানিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ১১২ রান। সেখান থেকে ৪৪ রানে শেষ আট উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। ৩৭.২ ওভারে শেষ হয়ে যায় আফগান ব্যাটিংয়ের লড়াই। মাত্র ১৫৬ রানে। বাংলাদেশ বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন শাকিব ও মেহেদি হাসান মিরাজ়।
Mehidy Hasan Miraz starred with bat and ball to take the @aramco #POTM against Afghanistan 🤩#CWC23 | #BANvAFG pic.twitter.com/pqlQ9zvpb1
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 7, 2023
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। দলের মাত্র ২৭ রানের মধ্যে দুই ওপেনার লিটন দাস (১৩) ও তানজিদ হাসান (৫) ফিরে যান। তবে তিন নম্বরে ব্যাট করতে নেমে মিরাজ় ৫৭ রান করেন। নাজমুল হাসান শান্ত ৫৯ রানে অপরাজিত ছিলেন। ৩৪.৪ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। বল হাতে ৩ উইকেট ও ব্যাট হাতে হাফসেঞ্চুরি করায় ম্যাচের সেরা হয়েছেন মিরাজ়।
আরও পড়ুন: চরম বিতর্কের পর ঘরে এল সোনা, মহিলাদের পর কবাডিতে ভারতীয় পুরুষরাও জিতলেন সোনা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন