Najmul Hossain Shanto: দুই ইনিংসেই সেঞ্চুরি করে নজির শান্তর, আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের মুখে বাংলাদেশ
Bangladesh vs Ireland: দ্বিতীয় ইনিংসে ১৫১ বলে ১২৪। ফের ব্যাট হাতে নায়ক শান্ত। ম্যাচে মোট ২৭০ রান করেন শান্ত।
মীরপুর: আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি টস জিতে মীরপুরের শের ই বাংলা ন্যাশানল স্টেডিয়ামে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর দ্বিতীয় ওভারেই ব্যাট করতে নামতে হয়েছিল তাঁকে (Ban vs Ire)। প্রথম ইনিংসে ১৭৫ বলে ২৩টি চার ও ২টি ছক্কা মেরে ১৪৬ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। টেস্টের আঙিনায় আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। জিম্বাবোয়ের সিন উইলিয়ামস ২ বছর আগে ১৫১ রান করেছিলেন। সেটিই ছিল আফগানিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ টেস্ট ইনিংস। সেই রেকর্ড ভেঙে দেন বাংলাদেশের ব্যাটার।
দ্বিতীয় ইনিংসে ১৫১ বলে ১২৪। ফের ব্যাট হাতে নায়ক শান্ত। ম্যাচে মোট ২৭০ রান করেন শান্ত। বাংলাদেশের হয়ে এক টেস্টে সবচেয়ে বেশি রান করার নজির রয়েছে মোমিনুল হকের। ২৮১ রান করেছিলেন মোমিনুল। দ্বিতীয় স্থানে শান্ত। গোটা ম্যাচে শান্ত মেরেছেন ৩৮টি বাউন্ডারি। ভেঙে দিয়েছেন তামিম ইকবালের রেকর্ড। বাংলাদেশের হয়ে এক টেস্টে সবচেয়ে বেশি চার মারার নজির ছিল তামিমের। ২০১৮-১৯ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৩টি বাউন্ডারি মেরেছিলেন তামিম। সেই রেকর্ড পেরিয়ে নতুন কীর্তি গড়লেন শান্ত।
মোমিনুলের একটি কীর্তি স্পর্শ করেছেন শান্ত। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন মোমিনুল। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসাবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন শান্ত।
View this post on Instagram
আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৮২ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে আফগানিস্তানের প্রথম ইনিংস মাত্র ১৪৬ রানে শেষ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪২৫/৪ স্কোরে ডিক্লেয়ার দেয় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসেও চাপে আফগানিস্তান। ৪৫ রানে ২ উইকেট হারিয়েছেন আফগানরা। ম্যাচ জিততে এখনও ৬১৭ রান দরকার আফগানিস্তানের। যা কার্যত অসম্ভব। ম্যাচের এখনও ২ দিন বাকি। অলৌকিক কিছু হলে তবেই এই ম্যাচে অন্য কোনও ফল সম্ভব।
আরও পড়ুন: ফের সবুজ-মেরুনে হাবাস, মোহনবাগান সুপার জায়ান্টে বসানো হল কোচ ফেরান্দোরও ওপরে